বেলমুড়িতে প্রাক্তন ফুটবলারদের পুনর্মিলন
শেখ সিরাজ, ধনিয়াখালি :- ৩১ শে ডিসেম্বর রবিবার হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের বেলমুড়ি শিবাজী ফুটবল মাঠে ‘বেলা অবেলার’ পরিচালনায় প্রাক্তন খেলোয়াড়দের পুনর্মিলন উৎসব আয়োজিত হলো। অতীত ফুটবলারদের সন্মান জানাতেই এই অনুষ্ঠান। অতীতের প্রখ্যাত দিকপাল ফুটবলার রনেন দাস জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বেলা অবেলার পতাকা উত্তোলন করেন ইষ্টানরেলের প্রখ্যাত ফুটবলার শ্যামল সিংহ রায়।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী সৃজনী বসু রায়। অনুষ্ঠানে বিশেষ সন্মান জ্ঞাপন করা হয় প্রখ্যাত প্রাক্তন ফুটবলার রনেন দাসকে। বেলমুড়ি শিবাজী ফুটবল ক্লাবে ৮ জন প্রাক্তন ফুটবলারকে স্মারক দিয়ে সন্বরধনা দেওয়া হয়। এরপর হুগলি জেলার উদীয়মান সঙ্গীত শিল্পী সৌরিমা বসু রায় কে বিশেষ সন্মান জানানো হয়। নৃত্য পরিবেশন করে প্রানভী ঘোষ ও সুতপা হেমব্রম। আর্টিস্টিক যোগা পরিবেশন করে সকলের মন জয় করে নেয় সৃজনী বসু রায়। উপস্থিত মহিলারা মিউজিক্যাল চেয়ারে অংশ গ্রহণ করে।
এই অনুষ্ঠানে সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক এবং রনেন দাস (জর্জ টেলিগ্রাফ), শ্যামল সিংহ রায় (ইষ্টান রেল), দিলীপ ভান্ডারী (টালিগঞ্জ), উজ্জ্বল সাঁই (কলকাতা পুলিশ), লক্ষী মান্ডি (টাটা), সোমনাথ রায় (খিদিরপুর), পার্থ ব্যানাজ্জী (বাটা), অরুণ বাগ, চঞ্চল বসু রায়, বাসুদেব বাগ,গিরিধারী মুখার্জি,শঙ্করী মুখার্জি,অলোক দাস, অর্চিনাভ ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সোমনাথ রায়। এই অনুষ্ঠানটিকে ঘিরে এলাকায় মানুষদের মধ্যে বিশেষ সাড়া পরে যায়।