কলকাতা 

ডিসেম্বরের শেষেও শীতের দেখা নাই! জানুয়ারিতে কি ঠান্ডায় কাঁপবে কলকাতা?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ২০২৩ সাল ডিসেম্বর মাসের শেষেও শীতের দেখা নেই নতুন করে শীত পড়ার কোন সম্ভাবনাও নেই। ২০২৪ এর জানুয়ারি মাস থেকে নতুন শীত আর পড়ার কোন সম্ভাবনার কথা বলছে না আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত কয়েক দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। অর্থাৎ, চলতি বছরের শেষে তো বটেই, নতুন বছরের গোড়ায় শীতের প্রত্যাবর্তনের তেমন সম্ভাবনা নেই।

Advertisement

শনিবার সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। অবশ্য গোটা সপ্তাহেই কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থেকেছে। পৌষ মাসের দুপুরেও কেউ কেউ ঘেমেছেন। আগামী কয়েক দিনেও কলকাতা-সহ সারা রাজ্যেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে ১ জানুয়ারি, বছরের প্রথম দিনে দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনি এবং রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। আবহাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণেই রাজ্যে শীত জাঁকিয়ে বসতে পারছে না।

তবে পয়লা জানুয়ারি পর শীত পড়ার খানিকটা সম্ভবনা রয়েছে কারণ দার্জিলিঙে তুষারপাত হলে তার প্রভাব দক্ষিণবঙ্গে খানিকটা পড়বে। ফলে দক্ষিণবঙ্গের মানুষকে খানিকটা শীত অনুভব করাবে আগামী বছর। তবে আগের মতো শীত যে আর পড়বে না কম্বল লেপ যে আর দরকার হবে না তার প্রকার নিশ্চিত হয়ে গেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ