দশরথকে প্লানচেট করে ডেকে এনে জানা হোক রামের জন্মভূমি কোথায়! বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী
বাংলার জনরব ডেস্ক : প্রখ্যাত ও জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদীদের নিশানায় পড়েছেন। সম্প্রতি আরামবাগ পুরসভার উদ্যোগে আয়োজিত এক গানের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে রামের জন্মভূমি নিয়ে কটাক্ষ করেছেন বাংলার প্রখ্যাত জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী।
জানুয়ারি মাসের ২২ তারিখে রাম মন্দিরের উদ্বোধন হবে আর এই মন্দিরের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, আর তা নিয়ে সমগ্র দেশ জুড়ে গেরুয়া শিবির উল্লাসে মেতেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নচিকেতা চক্রবর্তী গান গাইতে গিয়ে বলেছেন, “এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ধ্যাস্টামি চলে আমাদের দেশে, এটা তো ধর্মের ব্যাপার নয়, এটা আসলে রাজনৈতিক খেলা।” এরপরই অবজ্ঞার সুরে নচিতেকার প্রশ্ন, “আমরা যদি রামে বিশ্বাস করি তাহলে দশরথ নয় কেন? রামের জন্মভূমি জানতে হলে দশরথকে প্ল্যানচেট করে ডাকা হোক। তিনিই বলতে পারবেন কোথায় জন্মেছেন রাম! নয়তো কখনও অযোধ্যা, কখনও কিষ্কিন্ধ্যা আবার কখনও ধর্মতলায় ঘণ্টায় ঘণ্টায় রাম জন্মাতে থাকবে।”
এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই সমাজের বিভিন্ন স্তর থেকে তীব্র ভাষায় নচিকেতা চক্রবর্তীকে আক্রমণ করা হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে মানুষের বিশ্বাস নিয়ে নচিকেতা চক্রবর্তী এ ধরনের মন্তব্য করতে পারেন না। গেরুয়া শিবিরের বক্তব্য নচিকেতা হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে বাহবা কুড়াচ্ছে ঠিকই অন্য ধর্মের বিরুদ্ধে বলে দেখুক না কি হয়? কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত নচিকেতা এখনো তার বক্তব্যে অনড় রয়েছেন।