কলকাতা 

বিজেপি রথযাত্রা আদৌ হবে তো , কাল ডিভিসন বেঞ্চে হবে শুনানী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে,“বর্তমান পরিস্থিতিতে রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয় “। বৃহস্পতিবার দিনভর শুনানীর পর । কলকাতা হাইকোর্টে কোচবিহার জেলা পুলিশ-জেলা শাসকের রিপোর্ট রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল পেশ করার পরই বিজেপির আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের বিচারপতি তপোব্রত দত্ত। বুধবার নবান্নে কোচবিহার পুলিশ সুপারের পাঠানো রিপোর্টে বলা হয়েছে যে , ওই জেলা অত্যন্ত স্পর্শকাতর । অতীতে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে । আর এই রথযাত্রাকে কেন্দ্র করে অশান্তির পাকানোর চেষ্টা হচ্ছে বলে পুলিশ রিপোর্টে বলা হয়েছে। সেই সঙ্গে জেলা শাসকের পাঠানো রিপোর্টও হাইকোর্টে জমা দেওয়া হয় । জানা গেছে , হাইকোর্টে অ্যডভোকেট জেনারেল কিশোর দত্ত বিজেপির রাজ্য সভাপতির বিভিন্ন ভাষণের বিবরণ দেন । যাতে স্পষ্ট হুশিঁয়ারি এবং হুমকি দেওয়া হয়েছে বলে এজি অভিযোগ করেন ।

তবে বিচারপতি তপোব্রত দত্ত সরকারী আইনজীবীকে বলেন , বিজেপির সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা যেতে পারে কি না । উত্তরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান , মাত্র একদিনের মধ্যে এই সমস্যার সমাধান সরকারের পক্ষে সম্ভব নয় । তখন বিচারপতি পরবর্তী  আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিপোর্ট দেওয়ার জন্য আগামী ৯ জানুয়ারি পর্যন্ত সময় দেন । আর ৯ জানুয়ারি পর্যন্ত বিজেপি-র রথযাত্রার উপর স্থগিতাদেশ দেন বিচারপতি তপোব্রত দত্ত ।

Advertisement

এরপরেই বিজেপির পক্ষ থেকে প্রধান বিচারপতির এজলাসে স্পেশাল আবেদন করা হয়, মামলার গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক শুনানীর । কিন্ত প্রধান বিচারপতি বিজেপির এই আবেদন খারিজ করে দিয়ে বলেন , শুক্রবার এই মামলা তিনি শুনবেন । অর্থাৎ ৭ ডিসেম্বর আদৌ রথযাত্রা হবে কি না তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়ে গেল ।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 5 =