জেলা 

নদিয়া, মুর্শিদাবাদের ‘ত্রাস’ হাতকাটা মাসুদের দেহ উদ্ধার!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে নদীয়ার চাপড়ার লক্ষ্মী ইটভাটা এলাকা থেকে উদ্ধার হয় এক দেহ। তাঁর নাম মাসুদ । তিনি নদিয়ার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মাসুদ নামে পরিচিত। গুলিবিদ্ধ হয়ে খুন বলেই অনুমান পুলিশের। মাসুদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। জামিনে মুক্তির পরই খুন হাতকাটা মাসুদ। কে বা কারা তাকে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের স্ত্রীর দাবি, শনিবার রাতে এলাকারই বেশ কয়েকজন ডেকে নিয়ে যায় তাকে। রাতে আর বাড়ি ফেরেনি হাতকাটা মাসুদ। রবিবার সকালে চাপড়ার পদ্মালামা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময় কৃষকরা হাতকাটা মাসুদের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পৌঁছয় মৃতের পরিবারের কাছেও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঠিক কী কারণে খুন হল মাসুদ, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, নদিয়া, মুর্শিদাবাদের ‘ত্রাস’ ছিল হাতকাটা মাসুদ। তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। মাসুদ-গ্যাংয়ের বিরুদ্ধে নদিয়া এবং মুর্শিদাবাদে একাধিক ‘সুপারি কিলিং’-এর অভিযোগও রয়েছে বলে দাবি পুলিশ। সম্প্রতি রানাঘাটের বিখ্যাত স্বর্ণবিপণিতে ডাকাতির ঘটনায় নাম জড়ায় মাসুদের। গত ১৬ সেপ্টেম্বর গ্রেফতারও হয় সে। জামিনে মুক্তির পরই খুন হাতকাটা মাসুদ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ