জেলা 

প্রগতি মেলা মঞ্চে কালকেপাতাড়ি শিল্পী সম্বর্ধনা

শেয়ার করুন

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- হাওড়া জেলার নিজস্ব লোকসংস্কৃতি হল কালকেপাতাড়ি নৃত্য। একদা সমস্ত হাওড়া জেলা জুড়ে এই লোকনৃত্যের প্রচলন থাকলেও এখন এটি জেলার অল্প কিছু জায়গাতেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এই বিলুপ্তপ্রায় লোকনৃত্যকে বাঁচিয়ে রেখেছে যে কয়েকটি দল তার অন্যতম হল রতনপুর রত্ন মালা কালকেপাতাড়ি গোষ্ঠী। এর প্রধান হলেন চন্ডী ধাউরে। আমতার উদং উচ্চ বিদ্যালয়- এ সপ্তদশ প্রগতি মেলায় চন্ডী ধাউরে এবং তাঁর কালকেপাতাড়ি দলকে কালকেপাতাড়ি রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হল। কালকেপাতাড়ি রিসার্চ সেন্টারের পরিচালক প্রদীপ রঞ্জন রীত বললেন -” হাওড়ার নিজস্ব এই লোকনৃত্যকে বাঁচিয়ে রাখছেন যাঁরা তাঁদেরকে উৎসাহিত করা আমাদের কর্তব্য।

এই নাচ আধুনিক সভ্যতার মাঝেও টিকে থাকুক যুগোপযোগী অভিযোজন ঘটিয়ে – এটাই আমাদের কামনা। পুরুলিয়ার ছৌ নাচের মতো হাওড়ার কালকেপাতাড়িও যাতে সমান জনপ্রিয়তা লাভ করতে পারে ও দেশে- বিদেশে সমাদৃত হতে পারে – সেই চেষ্টা করতে হবে। পাঠ্যপুস্তক গুলিতে পুরুলিয়ার ছৌ নাচের মতো হাওড়ার কালকেপাতাড়ির নামও উল্লেখ করা হোক- এই দাবি জানাচ্ছি। ” কালকেপাতাড়ি দলটির পরিচালক চন্ডী ধাউরে বলেন-” আমরা অভিভূত। কালকেপাতাড়ি নাচের শিল্পীদের সচরাচর কেউ সম্বর্ধনা জ্ঞাপন করেন না। ”

Advertisement

সম্বর্ধনা পর্বের আগে মেলা মঞ্চে শিল্পীরা কালকেপাতাড়ি নৃত্য পরিবেশন করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ