কলকাতা 

১০০ দিনের বকেয়া টাকা এবং ফুরফুরা শরীফ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবিতে মোদি সরকারের কাছে ডেপুটেশন দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের নিশ্চিত করতে ২০০৬ সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট (মনরেগা) প্রকল্পটি শুরু করেছিল। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গ্রামীণ এলাকায় অদক্ষ শ্রমিকদের একটি আর্থিক বছরে কমপক্ষে ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া, যাতে এর থেকে আয় দরিদ্র গ্রামীণ পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে পারে।

কিন্তু পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পটি বিশ বাঁও জলে পড়ে আছে। দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দিচ্ছেনা। ফলে হাজার, হাজার মানুষের ন্যায্য পাওনা টাকা বকেয়া পড়ে আছে। টাকার পরিমাণ ৫ হাজার ৫৫৩ কোটি টাকা। এই টাকা না পাওয়ায় বহু মানুষ ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। দল মনে করে, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সঠিক পদ্ধতিতে তদন্তের কাজ চলুক। কিন্তু পাশাপাশি, একশো দিন প্রকল্পের কাজে পাওনা মজুরি যেন মিটিয়ে দেওয়া হয়। গত পরশু নয়াদিল্লিতে আইএসএফের এক প্রতিনিধিদল কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে এই সমস্যার কথা তুলে ধরে একটি চিঠি জমা দিয়েছে। পাশাপাশি প্রতিনিধিরা দ্রুত জট কাটিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা প্রস্তাবিত ফুরফুরা শরীফ ডানকুনি রেললাইনের কাজ শুরু এবং এই রেললাইন হুগলির আরেক তীর্থক্ষেত্র বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ আঁটপুর পর্যন্ত বর্ধিত করার জন্য রেলমন্ত্রণালয়ে গিয়ে চিঠি জমা দেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক নাসিরুদ্দিন মীর।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ