দশ সাংসদের প্রতিনিধি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মমতা, দাবিগুলি দ্রুত মেটানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ১০ জন সংসদের প্রতিনিধি দল নিয়ে ১০০ দিনের বকেয়া টাকার সহ বিভিন্ন দাবিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের সূচনাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে প্রধানমন্ত্রী তাঁর পা সম্পর্কে জানতে চান এবং তিনি কতটা ভালো আছেন সে সম্বন্ধে তাঁর প্রতিক্রিয়া নেন। বৈঠক থেকে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের দাবি-দাওয়াগুলি প্রধানমন্ত্রী গুরুত্বসহকারে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন দ্রুত মেটানোর।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন তৃণমূল সাংসদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। বৈঠকে ঠিক কী আলোচনা হল? মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানান, “১০০ দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের অর্থও এখনও মেলেনি। যা তথ্য চাওয়া হয়েছিল, সব দেওয়া হয়েছে। সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র। গরিবের টাকা আটকে রাখা উচিত নয়।”
সব শোনার পর প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কী? মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সমস্ত বিষয় মন দিয়ে শুনেছেন। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। তিনি জানান, এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে। সেই বৈঠকে দু’পক্ষের তথ্য আদান-প্রদান হবে। অর্থাৎ সমাধানসূত্র বের করার পথেই হেঁটেছেন প্রধানমন্ত্রী, সে কথাই স্পষ্ট করেন মমতা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্রের থেকে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় রাজ্য।