কলকাতা 

আইসিডিএস কর্মী এবং হকাররা রাস্তায়! বেসামাল ধর্মতলা চত্বর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বুধবার বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে  আইসিডিএস কর্মীরা ধর্মতলা অবরুদ্ধ করে পথে বসে পড়েন। এর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অন্য দিকে, বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর হকার ইউনিয়নের মিছিল বেরোয় প্রায় একই জায়গায়। ফলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।

সিটুর ডাকে হকারদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মিছিল শুরু হয় কার্জন পার্কের দিক থেকে। গন্তব্য কলকাতা পুরসভার প্রধান কার্যালয়। এ দিকে ধর্মতলা মোড়ে তখন বিক্ষোভ দেখাচ্ছেন আইসিডিএস কর্মীরা। দুই কর্মসূচির জেরে ধর্মতলা চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। তার মধ্যেই ধর্মতলায় পথে বসে পড়েন আইসিডিএস কর্মীরা। সিটুর হকার ইউনিয়ন মিছিল করে এসএন ব্যানার্জি রোড ধরে চলে যায় পুরসভার দিকে। এতে ধর্মতলা এবং সংলগ্ন এলাকার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। গন্তব্যে যাওয়ার পথে আটকে পড়েন বহু মানুষ।

Advertisement

ঘটনাচক্রে, দু’টি কর্মসূচিরই অভিন্ন কিছু দাবিদাওয়া রয়েছে। তার মধ্যে অন্যতম, পেনশন, পিএফ, স্বাস্থ্য বিমা-সহ সামাজিক সুরক্ষা সংক্রান্ত একাধিক দাবিদাওয়া। হকার সংগঠনের নেতা প্রতীপ দাশগুপ্ত বলেন, ‘‘হকারদের জীবন জীবিকার নানাবিধ দাবি তো রয়েইছে কিন্তু এখন কলকাতা শহরে হকারদের উপর পুলিশ এবং শাসকদলের জুলুমবাজি মাত্রা ছাড়িয়েছে। তার প্রতিবাদেও আমাদের পথে নামা।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ