মোদির বিকল্প বিরোধী জোটের কে ? কার নাম প্রস্তাব মমতার? সমর্থন পেলেন কি? এখনই আসন সমঝোতা নয়! রাজ্যে রাজ্যে প্রচারে নামবে জোট, ইন্ডিয়া বৈঠকে সিদ্ধান্ত
বাংলার জনরব ডেস্ক : মোদির বিরুদ্ধে বিরোধীদের মুখকে এই প্রশ্নের সমাধান করে দিলেন ইন্ডিয়া বৈঠকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইন্ডিয়া বৈঠকের শুরুতেই বলেন যে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিকল্প হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে সামনে রাখা হোক। মমতার এই প্রস্তাবকে সরাসরি এদিনের বৈঠকে সমর্থন করেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কেন খড়্গেকে তাঁর পছন্দ সে বিষয়ে দিনের বৈঠকে মতামত ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বৈঠকে বলেন, খড়্গে অভিজ্ঞ রাজনীতিক। তিনি অনগ্রসর শ্রেণি থেকে উঠে আসা। তাই তাঁকেই প্রধানমন্ত্রী মুখ করে ২০২৪-এর ভোটে লড়াইয়ের দিকে যাওয়া হোক। যদিও খড়্গে এর পর বলেন, তিনি গরিব মানুষের কল্যাণের জন্য কাজ করতে এসেছেন। আর আগেভাগে এ সব করার কোনও দরকার নেই। ভোটে জেতার পর এই বিষয়গুলি ঠিক করা হোক।
মমতার প্রস্তাবে কেজরীওয়াল সমর্থন করেছেন এটা যেমন ঠিক, তেমন বাকি দলগুলি এই প্রস্তাব নিয়ে খুব একটা উৎসাহ দেখাননি সেটাও বাস্তব। প্রসঙ্গত, সোমবার বিকেলে কেজরীর সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের বৈঠকের অন্যতম আলোচ্য ছিল রাজ্যে রাজ্যে আসন সমঝোতার বিষয় চূড়ান্ত করা।