বৌদিকে কুপিয়ে খুন করল দেওর !
বাংলার জনরব ডেস্ক : নিজের বৌদিকে কুপিয়ে খুন করল দেওর । এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের মাধবপুর এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।জানা গিয়েছে, মৃতার নাম জাহানারা বিবি। ১৩ বছর আগে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির বাসিন্দা ওই মহিলার বিয়ে হয় ভাঙড়ের মাধবপুরের বাসিন্দা আনোয়ার আলি মোল্লার সঙ্গে। দম্পতির চার সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বিদ্যুতের তার টানারক কেন্দ্র করে জাহানারার সঙ্গে অশান্তি হয় তাঁর দেওরের। ক্রমশ তা চরম আকার নেয়। অভিযোগ, সেই সময়ই আচমকা ধারালো অস্ত্র দিয়ে জাহানারা বিবিকে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা।তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতার মায়ের দাবি, দেওর খুন করেছে তাঁর মেয়েকে। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি খুনের ঘটনা ঘটেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিদ্যুতের তার নিয়ে বচসার জেরেই খুন? নাকি নেপথ্যে অন্য রহস্য, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।