আন্তর্জাতিক 

Train fire at Bangladesh : বাংলাদেশে ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড , মৃত চার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন উত্তাপে কাঁপছে বাংলাদেশ । আর এই সময়েই ঘটে গেল ভয়াবহ ট্রেন দূর্ঘটনা । মঙ্গলবার ভোর রাতে ঢাকাগামী এক ট্রেনে আগুন ধরে যায় । যার জেরে এখনো পর্যন্ত চার জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে । ঘটনার বিবরণে জানা গেছে,নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা আসছিল। ট্রেনটি যখন বিমানবন্দর স্টেশন পার করেছে, তখন যাত্রীরা দেখতে পান তিনটি বগি দাউদাউ করে জ্বলছে !

ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় তেজগাঁও স্টেশনে। একের পর এক দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে শিশুও রয়েছে।

Advertisement

সামনেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। সেই নির্বাচনের আগে বারবার অশান্ত হয়ে উঠছে ওপার বাংলা। কখনও বাসে, কখনও গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটছে। এবার ট্রেনেই আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। বাংলাদেশের শাসক দলের অভিযোগ, গত মাস দেড়েক ধরে তাণ্ডব চালাচ্ছে প্রধান বিরোধীদল বিএনপি।  এখনও পর্যন্ত অন্তত ৩৭৭টি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা রুখতে তৎপর সরকার।

জানা গেছে, মঙ্গলবার বনধ ঢেকেছিল বিএনপি-জামাত। সেই বনধকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে দেশের বিভিন্ন জায়গা। বিক্ষোভ-মিছিল, পিকেটিং চলছে। সরকারও বনধ আটকাতে তৎপর।

মঙ্গলবার ভোর ৫টা নাগাদ মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন নাদিরা আক্তার পপি নামে এক মহিলা। তাঁর তিন বছরের ছেলে ইয়াসিনও অগ্নিকাণ্ডে বলি হয়েছে। আরও দু’জন পুরুষের মৃত্যু হয়েছে। যদিও তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। আরও কারও মৃত্যু হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই দাবি করছেন, তাঁরা তাঁদের আত্মীয়দের খুঁজে পাচ্ছেন না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ