কলকাতা 

গণিতে কী অনীহা আসছে, ভাটা পড়ছে আমাদের বিজ্ঞানমনস্কতায়ও–এবারের জাতীয় গণিত দিবসে অনুসন্ধানের চর্চার বিষয়

শেয়ার করুন

নায়ীমুল হক: বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহার মাটিতে কী সত্যিই গ্রাস করছে গণিতের প্রতি অনীহা! অনেকে বলছেন, শুধু তাই নয়, দ্রুত হারে বাড়ছে নানা রকম সংস্কারের প্রতি সাধারণ মানুষের ঝোঁক। বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার সেই পাঠশালাই বা আজ কোথায়! স্কুল-কলেজে বিজ্ঞান নিয়ে পড়ার ঝোঁক কমেছে, অনেক ভাল স্কুল বা কলেজেও বিজ্ঞানের সিট খালি থাকছে, যা বছর পাঁচেক আগেও ভাবা যেত না।

শিক্ষা মহলে এই নিয়ে জোর ভাবনাচিন্তা শুরু হয়েছে। অনুসন্ধান কলকাতাও বসে নেই। এবারের জাতীয় গণিত দিবসের মূল থিম – প্রত্যেকের জন্য গণিত। গণিত দিবসের আলোচনায় অনুসন্ধান কলকাতা তুলে আনতে চাইছে আমাদের সমাজ জীবনে গণিত চর্চার প্রতিচ্ছবি। তাই অনলাইনে আগামী ২২ ডিসেম্বর গণিত দিবসে সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজন করা হয়েছে প্যানেল ডিসকাশন। অনলাইন আলোচনার মুখ্য বিষয় স্থির হয়েছে – গণিতে অনীহা সামগ্রিকভাবে আমাদের পিছিয়ে দিচ্ছে না তো! এই আলোচনায় অংশ নেবেন বিজ্ঞানী, শিক্ষাবিদ ও বরিষ্ঠ শিক্ষকরা। অধ্যাপক অনুপম বসু, ড.অর্ণব গুপ্ত, ড.অমরেন্দ্র মহাপাত্র, বিজ্ঞানী মতিয়ার রহমান খান, ড. দেবব্রত মুখোপাধ্যায়, ড. অরুনিমা মহাপাত্র, প্রশান্ত বসু, গৌরাঙ্গ সরখেল প্রমুখ।

Advertisement

এছাড়াও গণিত দিবসের প্রাক্কালে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা ভাষায় গণিত মেধা অন্বেষার অনলাইন প্রতিযোগিতার ব্যবস্থাপনা করা হয়েছে বলে জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সহ-সম্পাদক শুভজিৎ মাইতি।

অনুসন্ধান কলকাতার উদ্যোগে

*গণিত-বিস্ময় রামানুজনের ১৩৬-তম জন্মবার্ষিকীতে গণিত মেধা অন্বেষা ২০২৩*

: যাদের জন্য মেধা অন্বেষা :

▪️অংশগ্রহণ করতে পারবে- বাংলা মাধ্যমের চতুর্থ থেকে নবম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীরা

▪️পরীক্ষার তারিখ- ২০/১২/২০২৩ সন্ধ্যা ৭ টা

▪️পরীক্ষার ফি- সম্পূর্ণ ফ্রি

▪️পরীক্ষা নেওয়া হবে- গুগল ফর্মে

▪️ পরীক্ষার ফলাফল এবং পুরস্কার – ২২/১২/২০২৪ অনলাইনে সন্ধ্যা সাড়ে সাতটায়

▪️অংশগ্রহণ করতে নির্দিষ্ট বিভাগ অনুযায়ী নীচে দেওয়া whatsapp গ্রুপে জয়েন করতে হবে।

▪️ক্লাস অনুযায়ী বিভাগ :-

ক বিভাগ – চতুর্থ ও পঞ্চম শ্রেণি

https://chat.whatsapp.com/F6EmoRQbiNA0ZiYHRNdVpA

 

খ বিভাগ – ষষ্ঠ ও সপ্তম শ্রেণি

https://chat.whatsapp.com/CW6YVl90I7lFXxtoVI102C

 

গ বিভাগ – অষ্টম ও নবম শ্রেণি

https://chat.whatsapp.com/EwVlRLJ5AlK3QNXaVDPkBi

 

▪️ অংশগ্রহণের শেষ তারিখ ১৭ ডিসেম্বর,২৩

………………………………………………

*গণিত মেধা অন্বেষায পরীক্ষায়*

অংশগ্রহণের কয়েকটি নিয়ম

ক্লাস অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে ১৭ ডিসেম্বরের আগে জয়েন করে থাকলেই হবে। আলাদা করে কোনো নাম,ফোন নাম্বার পাঠানোর প্রয়োজন নেই।

*—: পরীক্ষার নিয়মাবলী :—*

✓ ২০ ডিসেম্বর ঠিক সন্ধ্যা ৬:৫৮ মিনিটে, ক্লাস অনুযায়ী নির্দিষ্ট WhatsApp গ্রুপে পরীক্ষার লিংক শেয়ার করা‌ হবে। সেই লিংকে ক্লিক করলেই গুগল ফর্মের পেজ ওপেন হয়ে যাবে।

✓ গুগল ফর্মে সঠিক নাম, স্কুলের নাম ও প্রয়োজনীয় ডিটেলস ওখানেই লিখে সাবমিট করতে হবে। তারপরেই প্রশ্নপত্র চলে আসবে।

✓ পরীক্ষা শুরু হবে সন্ধ্যে সাতটায়।

✓ সময় ৪০ মিনিট

✓ পরীক্ষার প্রশ্ন থাকবে mcq ফরম্যাটে। প্রশ্ন হবে মেধা ও‌ বুদ্ধিভিত্তিক।

✓ সমস্ত প্রশ্নের উত্তর মার্ক করা হয়ে গেলে নিচে লেখা ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। ৭:৪০ এর পর আর কোনো উত্তরপত্র জমা দেওয়া যাবে না।

✓ পরীক্ষা স্মার্টফোন/ ট্যাবলেট/ ল্যাপটপ/ কম্পিউটার থেকে দেওয়া যাবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ