মথুরার শাহী ঈদগাহ মসজিদ সংলগ্ন এলাকার সার্ভের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট মসজিদ কমিটির আবেদন খারিজ।
বাংলার জনরব ডেস্ক : মথুরার শাহী ঈদগাহ মসজিদে সংলগ্ন এলাকার সার্ভের যে নির্দেশ এলাহাবাদ হাইকোর্ট দিয়েছিল বৃহস্পতিবার সেই নির্দেশেই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত।
উল্লেখ্য, হিন্দুদের বিশ্বাস, ওই জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। সেই মন্দির চত্বরেই রয়েছে শাহি ঈদগাহ মসজিদ। ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। ফলে স্বাভাবিকভাবেই দুই ধর্মের মানুষের মধ্যে তৈরি হয় সংঘাত। এই নিয়ে বহুদিন ধরেই বিতর্ক ঘনিয়েছিল। হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুসেনার তরফে বিষ্ণু গুপ্ত নামের এক ব্যক্তি গত বছর নিম্ন আদালতের দ্বারস্থ হন। যার বিরোধিতা করে হাই কোর্টে যায় মুসলিম পক্ষ।
অবশেষে আদালত সম্মতি দিয়েছে ওই অঞ্চল সার্ভের পক্ষে। আগামী সোমবার সার্ভের প্যানেল গঠন করবে উচ্চ আদালত। এর পরই অনুমান করা হয়েছিল, মুসলিম পক্ষ হয়তো শীর্ষ আদালতের দ্বারস্থ হবে। শেষপর্যন্ত তাই হল। তবে সুপ্রিম কোর্ট বজায় রাখল উচ্চ আদালতের রায়।