স্কুল ফী না দেওয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রকে পরীক্ষা হল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ!
বাংলার জনরব ডেস্ক : স্কুলের ফি সঠিক সময়ে দিতে পারেনি তাই পরীক্ষা দিতে আসার পর চতুর্থ শ্রেণির পড়ুয়াকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। হুগলির তারকেশ্বর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শরৎপল্লির এক বেসরকারি স্কুলের এই অভিযোগ উঠেছে।
ওই স্কুলের বার্ষিক পরীক্ষা চলছে। বুধবার ছিল ভূগোল পরীক্ষা। সকাল সাড়ে নটা নাগাদ স্কুলে পরীক্ষা দিতে আসে চতুর্থ শ্রেণির ছাত্র রণবীর সাউ। অভিযোগ, স্কুলের তরফ থেকে বলা হয় ফি বাকি থাকায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এমনকি তাকে ঘাড়ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই স্কুলেই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রণবীর সাউ এর বোন আরশি সাউ, তাকেও পরীক্ষা দিতে দেওয়া হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।
ঘটনার খবর পেয়ে স্কুলে আসেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু। চেয়ারম্যানের হস্তক্ষেপে পরে পরীক্ষা নেওয়া হয়। যদিও স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী ফি দাবি করা হয়েছে। ঘাড়ধাক্কা দিয়ে ওই ছাত্রকে বের করে দেওয়া হয়নি। অভিভাবকদের ডাকা হয়েছিল মাত্র। ছাত্রটি যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন, “খবর পেয়ে স্কুলে আসি। ছাত্রটি যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে এই ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে।”