দেশ 

উত্তরপ্রদেশের বুলন্দ শহরের পর জম্মুর কাঠুয়াতেও গোরক্ষকদের তান্ডব

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের বুলন্দশহরে গোরক্ষকদের হাতে পুলিশ আধিকারিকের খুনের দিনেই আবার গোরক্ষকদের তাণ্ডবে  উত্তপ্ত হয়ে ওঠে  জম্মু ও কাশ্মীরের কাঠুয়া। ঘটনার বিবরণ দিতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানিয়েছেন, কাঠুয়ার হীরানগরের পাথোয়াল গ্রামের প্রায় ২৫০ জন বাসিন্দা কাশ্মীরগামী একটি ট্রাককে আটক করে। সেই ট্রাকে আটটি গরু এবং একটি মোষ ছিল বলে অভিযোগ। আক্রমণকারীদের দেখেই ভয়ে গাড়ির চালক ও খালাসি পালিয়ে যায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রমণকারীরা পশুগুলিকে নামিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। অপর এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কাঠুয়ার ডেপুটি কমিশনার রোহিত খাজুরিয়া জানিয়েছেন, পুলিশের তাড়া খেয়ে ট্রাকটি জাতীয় সড়ক ছেড়ে গ্রামের রাস্তা ধরে। সেখানে গ্রামবাসীরা তাড়া করে।

উত্তেজিত গ্রামবাসীরা প্রথমে জাতীয় সড়ক অবরোধ করেন বলে জানা গিয়েছে। গরু পাচারে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়। পরে তারা জম্মুর দয়ালচকের দিকে মিছিল করে যান। সূত্রের খবর অনুযায়ী, পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
মঙ্গলবার এই  ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়। জম্মু-পাঠানকোট জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টাও করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়

Advertisement

কাঠুয়ার ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। প্রথমে পশু চোরাচালানের ঘটনার তদন্ত করা হবে। পরে হামলার তদন্ত করা হবে। সূত্রের খবর অনুযায়ী, সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন, সিনিয়র পুলিশ সুপার শ্রীধর পাটিল।

 


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 − three =