একশ দিনের ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে বারাসাতে তৃণমূলের সুবিশাল প্রতিবাদ মিছিল।
বিশেষ প্রতিবেদন, বারাসাত : কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের বাকেয়া টাকা ও আবাস যোজনার বকেয়া টাকা এবং মহাত্মা গান্ধী গ্রাম সড়ক যোজনা-র বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার কোনায় কোনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার উঃ ২৪ পরগনা জেলার বারাসাত ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ এর নেতৃত্বে কেমিয়া খামার পাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের মিছিল শেষে ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো প্রত্যেক বুথে বুথে কর্মসূচি পালন করলাম। ১০০ দিনের টাকা ও আবাস যোজনা টাকার দাবিতে বুথে বুথে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। শুধু আজকে নয়,গতকালও এই বিক্ষোভ কর্মসূচি চলেছিল।জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন বাংলার বঞ্চিত মানুষকে অবহেলিত করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না।
আপামর সাধারণ মানুষের মসিয়া হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দৈনন্দিন কর্মক্রিয়া করে চলেছে তা অত্যন্ত ফলপ্রসু। তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়,রাজ্য সভাপতি সুব্রত বক্সি,রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক,মন্ত্রী ফিরহাদ হাকিম সহ সমস্ত নেতৃত্বদের নির্দেশ মতো দলীয় শৃঙ্খলা মেনে কাজ করে যাওয়াই তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য।
বারাসাত দু নম্বর ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা সংগঠিত হবে দলীয় কাজ পরিচালনা করার যে প্রচেষ্টা চালায় তা অত্যন্ত প্রশংসনীয় বলে ফারহাদ বলেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস কুমার ঘোষ সহ এলাকার শ’য়ে শ’য়ে নারী পুরুষ তৃণমূল কংগ্রেস কর্মী