দেশ 

উত্তর ভারত থেকে কংগ্রেস মুছে গেল ! দক্ষিণে দুটি রাজ্যে ক্ষমতায় এলো কংগ্রেস , সেমিফাইনালে ৩-১ হারল রাহুল!

শেয়ার করুন

সেখ ইবাদুল ইসলাম : পাঁচরাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ রবিবার হয়েছে । দেখা যাচ্ছে. এক্সিট পোলের ফলাফলকে টেক্কা দিয়ে বিপুল গরিষ্ঠতা নিয়ে তিন রাজ্যে ক্ষমতায় এলো বিজেপি । এর মধ্যে একটি রাজ্য মধ্যপ্রদেশে আগে থেকেই ক্ষমতায় ছিল বিজেপি , এবার রাজস্থান ও ছত্রিশগড় দুটি রাজ্য কেড়ে নিল কংগ্রেসের কাছ থেকে বিজেপি । যদিও রাজস্থানে প্রতি ৫ বছর অন্তর পালা বদল হয়ে থাকে । সেদিক থেকে দেখলে অবশ্যই রাজস্থানে সরকার পরিবর্তন ছিল স্ব্ভাবিক । তবে মধ্যপ্রদেশে ১৮ বছর বিজেপি একটানা ক্ষমতায় থাকার পরেও সেখানকার মানুষ বিজেপি প্রতি আস্থা রেখেছে । কেন এই আস্থা তা নিয়ে অবশ্যই আগামী দিনে রাজনৈতিক মহলে আলোচিত হবে বলে মনে করা হচ্ছে । আর ছত্তিশগড়ে কংগ্রেসের পরাজয় অবশ্যই অপ্রত্যাশিত । কারণ ভুপেশ বাঘেল যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছিলেন তাতে সমস্ত জনমত সমীক্ষাগুলি ভুপেশ বাঘেলের প্রতিই আস্থা রেখেছিল ।

তা সত্ত্বেও ছত্তিশগড়ে বিজেপির জয় নিঃসন্দেহে গেরুয়া শিবিরকে ফাইনালে অর্থাৎ ২০২৪ এর লোকসভা নির্বাচনে অনেকটাই এগিয়ে যে রাখবে তা নিয়ে কোনো সন্দেহ নেই । তবে রাজনৈতিক মহল মনে করছে, তেলেঙ্গানায় অপ্রত্যাশিতভাবে কংগ্রেসের জয় অনেকটাই রাহুল গান্ধীর একক জয় হিসাবে দেখা হচ্ছে । কারণ মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে রাহুল গান্ধীর একক কোনো অবদান নেই । এই সব রাজ্যগুলিতে কমলনাথ , অশোক গেহলট এবং ভুপেশ বাঘেলের আঞ্চলিক নেতাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছিল । এদের সিদ্ধান্তই চূড়ান্ত । অতএব এই হারগুলির নেপথ্যে আঞ্চলিক নেতাদের দায়িত্ব অস্বীকার করা যাবে না । অন্যদিকে তেলেঙ্গানাতে কংগ্রেস তেমন কোনো নেতা ছিলেন না । শুধুমাত্র রাহুল , প্রিয়াঙ্কা এবং মল্লির্কাজুন খাড়গেদের আন্তরিক ইচ্ছা ও পরিকল্পনায় জয় এসেছে । সুতরাং রাহুল গান্ধীর নির্দেশ মেতাবেক রাজস্থান , মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কংগ্রেসের নেতা চললে অবশ্যই ভাল ফল হতো ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ