কলকাতা 

বিষাক্ত কফ সিরাপ খেয়ে গুজরাটে মৃত্যু ৬ জনের, গ্রেফতার সাত ৭

শেয়ার করুন

আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে গত বৃহস্পতিবার ৬ জনের মৃত্যু হয়েছিল গুজরাটে (Gujarat)। ওই ঘটনায় মোদির-শাহর রাজ্যের ‘বিষাক্ত’ কফ সিরাপ নিয়ে আতঙ্ক তৈরি হয়। শনিবার ওই ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কালমেঘশব-অসব অরিষ্টা নামের কফ সিরাপ বিক্রি হচ্ছিল দোকানে। প্রতি বোতলের দাম ছিল ১৩০ টাকা। বিলদোরা গ্রামের অন্তত ৫০জনকে বিক্রি করা হয়েছিল এই সিরাপ (Cough Syrup)। যা খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও দুজন। পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

Advertisement

পুলিশেরও দাবি, কফ সিরাপ খেয়ে বমি-সহ একাধিক অস্বস্তি দেখা গিয়েছিল অনেকের শরীরে। এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যুও হয়েছে। দ্রুত তদন্ত শুরু করা হয়। গত কয়েক দিনে গোটা রাজ্যে তল্লাশি চালিয়ে সাত জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সুরাট পুলিশ জনিয়েছে, ইতিমধ্যে ২,১৯৫টি বোতল ‘বিষাক্ত’ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ