কলকাতা 

রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে চান লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিকদের কাছে বলেছেন, কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি রাজনীতিতে আছেন তাহলে রাজনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। শুধু তাই নয় তিনি আরো বলেছেন অভিজিৎ বাবুকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করে বিরোধীরা কোন ভোটে গেলে তিনি সেই লাইনে দাঁড়িয়ে অভিজিৎ বাবুর পক্ষে ভোট দেবেন। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ আবু তাহের জানিয়েছেন অভিজিৎবাবু যদি বিজেপি থেকে দাঁড় ান তাহলে কি তাকে তিনি সমর্থন করবেন?

আজ শনিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুশিদাবাদ সফরে গিয়েছেন এ বিষয় নিয়ে অধীর বাবুর কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এই কথাগুলো বলেন। যদিও অধীর বাবুর এই মন্তব্যের প্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন মন্তব্য করতে রাজি হননি।

Advertisement

শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা সফরে এসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বহরমপুরে অধীরের সাংবাদিক বৈঠকে বিচারপতির সফর প্রসঙ্গ উত্থাপিত হতেই তাঁর ভূয়সী প্রশংসা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর মন্তব্য রাজনৈতিক ভাবে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ