দেশ 

বুন্দেল শহরে পুলিশ অফিসার খুনের সঙ্গে নাম জড়াল বিজেপি , বজরং ও ভিএইচপি স্থানীয় নেতাদের নাম , গ্রেফতার ৪

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গোরক্ষকদের তান্ডবে পুলিশ অফিসারের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে  অভিযোগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের বুলন্দশহর। সোমবারের অশান্তিতে নাম জড়িয়েছে বিজেপি যুব মোর্চার সহসভাপতি শিখর আগরওয়াল, বজবং দলের জেলা স্তরের নেতা যোগেশ রাজ এবং ভিএইচপি নেতা উপেন্দ্র রাঘবের । তাঁদের সকলের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ।  এখন পর্যন্ত ঘটনায় য়ুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও প্রশ্ন তুলছেন বিরোধীরা।

উল্লেখ্য উত্তর প্রদেশের বুলন্দ শহরে গতকাল গো-রক্ষকরা তান্ডব চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিসের গুলিচালনার পর পুলিশ ইনস্পেক্টরকে খুব সামনে থেকে গুলি করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতও করা হয়। পাথর দিয়েও তাকে আঘাত করা হয়। ওই ইনস্পেক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি বাহিনী চেয়েছিলেন বলে জানা গিয়েছে। এই হাঙ্গামা যে পূর্ব পরিকল্পিত তা ঘটনার রেশ দেখে অনুমান করা যায় । আবার এই ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশের শাসক দল বিজেপির ঘনিষ্ট লোকেরা যুক্ত আছেন বলে অভিযোগ উঠেছে । তবে পুলিশ কঠোর হাতে বিষয়টিকে দমন করার এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে । আসলে আরএসএস-এর শাখা সংগঠনগুলি গোরক্ষার নাম করে দেশজুড়ে তান্ডব অব্যাহত রেখেছে । সেই তান্ডব থেকে রেহাই পেলেন না পুলিশ ইনষ্পেকটরও ।

Advertisement

 

 

 

 

 


শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 11 =