কলকাতা 

Amit Shah : ‘‘আগের বার ১৮ টা আসন দিয়েছিলেন এ বার ৩৫টা দেবেন তো?’’ : অমিত শাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের সভা করার পরম্পরা কে সম্বল করেই ওই জায়গাতেই পাল্টা সভা করলেন অমিত শাহ। আর এই সভা থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গোপাল পাঁঠা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সি এএ আইন থেকে শুরু করে হিন্দুত্বের তাস নতুন করে খেললেন বাংলায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার সভা প্রমাণ করলো মোদী এবং শাহদের বলার মতো কিছু নেই তাই সিএএ থেকে শুরু করে রাম মন্দির সর্বত্র ই হিন্দুত্বের তাস খেললেন বিজেপির চাণক্য।

এবার বক্তব্য রাখতে উঠে উপস্থিত জনতাকে সম্মোধন করে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতবার ১৮টি লোকসভার আসন দিয়েছিলেন এবার ৩৫ টা দেবেন তো। একই সঙ্গে তিনি এও বলেন আপনারা এমন ভোটে বিজেপিকে এখান থেকে জেতাবেন নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় যেন বলেন বাংলার আশীর্বাদ পেয়েই তিনি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন।

Advertisement

ধর্মতলার মঞ্চে বাংলার প্রসঙ্গ উঠতেই ভোটের কথা বললেন শাহ। প্রশ্ন করলেন, ‘‘আগের বার ১৮ টা আসন দিয়েছিলেন এ বার ৩৫টা দেবেন তো?’’ তবে তার পরেই টেনে আনলেন গ্রেফতার হওয়ার বাংলার শাসকদলের মন্ত্রী, বিধায়ক এবং নেতাদের নাম। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে এখনও দল থেকে সাসপেন্ড করা হয়নি কেন?

অমিত শাহের ভাষণে উঠে এল মোদীর নেতৃত্বে দেশের একের পর এক সাফল্যের কথা। কাশ্মীর, করোনা, চন্দ্রযান, এমনকি, রাম মন্দিরের কথাও বললেন শাহ।

বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে মঞ্চে মন্তব্য শাহের। বললেন, ‘‘দিদি এই নিয়ে দ্বিতীয়বার শুভেন্দুকে বরখাস্ত করলেন। উনি শুভেন্দুকে বার করতে পারেন, কিন্তু জনতাকে চুপ করাতে পারবেন না।’’

মনে করা হচ্ছে বুধবারের এই সভা থেকেই কার্যত ও বিজেপি এই রাজ্যে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিল। অমিত শাহ এর নির্বাচনী প্রচারের বেধে দেয়া সুরকে সম্বল করেই এবার এই রাজ্যে বিজেপি প্রচারে ঝাঁপাবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ