কলকাতা 

আদালত অবমাননার দায়ে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দুই আধিকারিককে স্বশরীরে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার নির্দেশ

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সুপ্রিম কোর্টে নির্দেশ মত মাদ্রাসা পরিচালন সমিতি দ্বারা নিয়োগ কৃত শিক্ষকদের বেতন চালু না করার জন্য সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অরুণ মিশ্র ও উদয় উমেশ ললিত -এর ডিভিসন বেঞ্চ ক্ষুদ্ধ হয়েছেন । সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার এবং মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেনকে স্বশরীরে হাজির হয়ে বেতন না দেওয়ার কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের মহামান্য দুই বিচারপতি ।

মঙ্গলবার মামলার শুনানীতে আদালত এই নির্দেশ দিয়েছেন । মামলাকারীদের আইনজীবী আবু সোহেল বাংলার জনরবকে বলেছেন , মহামান্য সুপ্রিম কোর্ট মাদ্রাসা পরিচালন সমিতির নিয়োগকৃত শিক্ষকদের বেতন ও বকেয়া মিটিয়ে দিতে বললেও তা কার্যকরী করেনি মাদ্রাসা শিক্ষা দপ্তর । এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করে কর্মরত শিক্ষকরা । তারপরেই আজ সুপ্রিম কোর্ট এক নির্দেশ দিয়ে বলেছে , আগামী ১৩ ডিসেম্বর সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব ও মাদ্রাসা শিক্ষা অধিকর্তাকে স্বশরীরে হাজির জানাতে হবে কেন আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে । ওইদিনই মামলার পরবর্তী শুনানী হবে ।

Advertisement

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + 2 =