জেলা 

গাড়ি যেমন হেডলাইট ছাড়া চলতে পারেনা ইমাম ছাড়া সমাজ চলতে পারে না : রবিয়েল হক 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  হাসানাইন ট্যুরস এন্ড ট্রাভেলসের অফিস উদ্বোধন উপলক্ষে জয়নগর থানার ময়দায় রবিবার এক দোয়ার মজলিস ও বুদ্ধিজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে ভারতের দীর্ঘতম কবিতা রচনাকারি ও রাষ্ট্রীয় পুরস্কৃত কবি আলহাজ্ব সেখ রবিয়েল হক বলেন, গাড়ি যেমন হেডলাইট ছাড়া চলতে পারে না, ওলামা বা ইমাম ছাড়া সমাজ চলতে পারেনা।তিনি আরো বলেন, অন্ধকারে গাড়ির হেডলাইট না জ্বালালে সঠিকভাবে যেতে পারবে না। তেমনি মুসলিম সমাজের ইমামরাই হলেন সমাজ গড়ার হেডলাইট। সেই আলোর পথ ধরে এগলে, মানবতার শিক্ষায় শিক্ষিত হলে, সমাজ আলো হয়ে থাকবে। যেমন গাড়ি হেডলাইট ছাড়া অন্ধকারে চলতে পারে না, তেমনি আধুনিক শিক্ষিতরা ইমামদের কাছ থেকে শিক্ষা গ্রহণ ছাড়া সমাজ জীবনের পথ পাবে না। গাড়ির সাথে লাইট যেমন ওতপ্রোতভাবে যুক্ত, তেমনি ইমামদের সঙ্গে সঙ্গ না দেওয়া হয় সমাজ বিপথে চালিত হবে।

বাংলার রেনেসাঁর সম্পাদক আজিজুল হক বলেন, আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। উপমহাদেশের মুসলিম শাসকদের মধ্যে বিশেষত বাদশাহ আওরঙ্গজেব, টিপু সুলতানকে নিষ্ঠুর চরিত্রের শাসক বলা হচ্ছে। তাদের নিয়ে আলোচনা নিষেধ করা হচ্ছে। সিলেবাস থেকে পরিকল্পিতভাবে মুসলিম শাসকদের রাজত্বের অধ্যায় বাদ দেয়া হচ্ছে। আলিগড় সহ ঐতিহ্যবাহী জায়গার নামকরণ পরিবর্তন ঘটানো হচ্ছে।যা অত্যন্ত পরিতাপের বিষয়।

Advertisement

এই সমাবেশে বর্ধমান, ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে গুণী মানুষজন অংশ নেন। এদিন হজ ও ওমরাহ ইচ্ছুক যাত্রীদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে সভার সূচনা হয়। আলোচকগণ হজ – ওমরার গুরুত্ব এবং যথার্থ নিয়ম-কানুন এর উপর দীর্ঘ আলোকপাত করেন।

সেইসঙ্গে সাম্প্রতিক নানান বিষয়ের উপর আলোকপাত করেন বুদ্ধিজীবীগণ।সবশেষে,শিক্ষা, সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন গুনি ব্যক্তিকে স্মারক সম্মাননায় সম্মানিত করা হয়।

বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ মাওলানা আব্দুল হামিদ কাসেমী, শাইখুল হাদিস মোক্তার কাসেমী, ইসরাফিল মাজাহেরী, মুফতি আমির আলী মাজাহেরী, মাওলানা আব্দুর রউফ,মুফতি আতিকুর রহমান, রাষ্ট্রীয় পুরস্কৃত কবি ও সমাজসেবী সেখ রবিয়েল হক, শিক্ষারত্ন নূরনবী জমাদার , রাষ্ট্রীয় পুরস্কৃত সমাজসেবী এম. সাহাউদ্দিন পিয়াদা, হাফেজ আবুল কালাম, সমাজসেবী শাজাহান লস্কর , সাংবাদিক আজিজুল হক, আত তাওহীদ মিশনের ডিরেক্টর নুর আমিন মোল্লা, সমাজসেবী আব্দুল আলিম মোল্লা, কবি জাহাঙ্গীর দেওয়ান , শিক্ষাবিদ হাসানুজ্জামান ঢালী । সঞ্চালনা করেন শিক্ষক আমির হোসেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ