আরো দুই দিন যুদ্ধ বিরতি ফিলিস্তিনি ইসরাইল!
বাংলার জনরব ডেস্ক : হামাসকে নিশ্চিহ্ন করার শপথ নেওয়ার পরেও আবারো দুই দিনের জন্য যুদ্ধ বিরোধী মেনে নিল ইসরাইল। আরও ৪৮ ঘণ্টা সেখানে যুদ্ধ বন্ধ থাকবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার (Qatar)। এই সময়ের মধ্যে আরও বেশ কয়েকজন পণবন্দিকে মুক্তি দেবে হামাস (Hamas)।
অন্যদিকে ইসরাইল কারাগার থেকেও মুক্তি দেওয়া হবে প্যালেস্তিনীয়দের। উল্লেখ্য, ভারতীয় সময় মঙ্গলবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল গাজায়। তার আগেই দুদিনের জন্য সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানো হল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।
সোমবার রাতে কাতারের তরফে জানানো হয়, ইসরাইল ও হামাসের মধ্যে সফলভাবে মধ্যস্থতা করা গিয়েছে। কাতারের বিদেশমন্ত্রক জানিয়েছে, সাধারণ মানুষের কথা ভেবে আরও দুদিনের জন্য সংঘর্ষবিরতি বাড়াতে রাজি হয়েছে দু পক্ষ। ইসরাইলি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সময়ের মধ্যে মোট ২০ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। প্রতিদিন ৩০ জন করে প্যালেস্তিনীয় বন্দিকেও ছেড়ে দেবে ইজরায়েল।
যদিও সংঘর্ষবিরতি নিয়ে এখনও সরকারিভাবে বিবৃতি দেয়নি বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। তবে কাতার ও মিশরকে ধন্যবাদ জানিয়ে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছে হামাস। যুদ্ধবিরতির খবর প্রকাশ্যে আসতেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস। সংঘর্ষবিরতিকে “যুদ্ধের অন্ধকারে আশার আলো” বলে অভিহিত করেন।