আন্তর্জাতিক 

৪৮ দিন যুদ্ধ করার পরেও হামাসের “সমরাস্ত্র, টানেল ব্যবস্থা এবং কমান্ডাররা অক্ষত রয়েছেন” দাবি হামাস নেতা খালেদ মিশালের

শেয়ার করুন

ফিলিস্তিনের সংগঠন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ৪৮ দিনের পাশবিক হামলা সত্ত্বেও সংগঠনটির সামরিক কমান্ডাররা ‘অত্যন্ত ভালো অবস্থানে’ রয়েছেন। হামাস আরো বলেছে, ৪৮ দিন ধরে বর্বরতা চালিয়েও তেল আবিব গাজায় তার একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।

গাজায় চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গতকাল (শনিবার) হামাসের প্রবাসী নেতা ও সাবেক পলিটব্যুরো প্রধান খালেদ মিশাল  এ মন্তব্য করেন।তিনি বলেন, “গাজা যুদ্ধে কিছু যোদ্ধা ও কমান্ডার এবং তাদের আত্মীয়-স্বজন শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু তারা কেউ ফ্রন্ট লাইনে ছিলেন না। তবে প্রতিরোধ সংগঠনের অবস্থা বর্তমানে অত্যন্ত ভালো কারণ, তাদের সমরাস্ত্র, টানেল ব্যবস্থা এবং কমান্ডাররা অক্ষত রয়েছেন।”

Advertisement

খালেদ মিশাল বলেন, “ইহুদিবাদী শত্রু গাজা যুদ্ধে তার একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। তারা উত্তর গাজা থেকে কিছু লোককে দক্ষিণ গাজায় নিয়ে গিয়েছিল। কিন্তু উত্তরের বেশিরভাগ মানুষ তাদের ঘরবাড়িতেই অবস্থান করেছেন।” হামাসের এই শীর্ষস্থানীয় নেতা বলেন, প্রতিরোধ আন্দোলন ‘একটি দীর্ঘ-সময়ের জন্য’ যুদ্ধ করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তাবে তারপরও গাজা যুদ্ধ বেশিদিন স্থায়ী হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

খালেদ মিশাল বলেন, গাজার মানবিক পরিস্থিতি বেদনাদায়ক হলেও তা প্রতিরোধ যোদ্ধাদেরকে আগ্রাসী সেনাদের বিরুদ্ধে লড়াই করা থেকে বিরত রাখতে পারবে না। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের পক্ষ থেকে তৈরি যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা যুদ্ধ শেষে এই উপত্যকার শাসনব্যবস্থা কোনো অবস্থাতেই ইসরাইলের অনুকূলে যাবে না। সৌজন্যে রেডিও তেহরান

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ