কলকাতা 

গঙ্গায় ইলিশদের সংরক্ষিত এলাকা বা ‘ফিশ স্যাংচুয়ারি’ তৈরি করার সিদ্ধান্ত রাজ্যের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বেআইনি  ইলিশ ধরায় লাগাম টেনে উৎপাদন বাড়াতে রাজ্য সরকার গঙ্গায় ইলিশদের সংরক্ষিত এলাকা বা ‘ফিশ স্যাংচুয়ারি’ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে  । গঙ্গার প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে এই সংরক্ষিত এলাকা গড়ে তোলা হবে। এর জন্য ১৯৯৭ সালের ‘ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট’ সংশোধনে করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিন্‌হা জানিয়েছেন।
তিনি বলেন, মুর্শিদাবাদের লালবাগ থেকে ফরাক্কা, বর্ধমানের কাটোয়া থেকে হুগলিঘাট এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থেকে নিশ্চিন্দিপুর পর্যন্ত এলাকাকে সংরক্ষিত করা হবে।এই জন্য চলতি আইনের বদলও করা হবে।নদীর বিভিন্ন  এলাকায় কয়েক দফা সমীক্ষা চলানোর পর বিশেষজ্ঞরা এই জায়গাগুলিকে চিহ্নিত করেছেন।।
বঙ্গোপসাগরের কাছে সুন্দরবনের মাতলা, ঠাকুরানি ও রায়মঙ্গল নদীকেও সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।তিনি বলেন সংরক্ষিত এলাকা হিসাবে চিহ্নিত করা হলে গঙ্গার এইসব এলাকায় বর্ষার সময় কোনও মাছ ধরা যাবে না। এমনকী, মাছ ধরার নৌকা গেলেও প্রয়োজনে বাজেয়াপ্ত করা হতে পারে। সংরক্ষিত এলাকায় কোনও প্লাস্টিক বা থার্মোকলের জিনিস ফেলা যাবে না। শিল্প-কারখানার রাসায়নিক বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 6 =