উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত কোটি টাকার সম্পত্তি মেয়েকে কেন উপহার হিসাবে দিলেন বচ্চন দম্পতি? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : অমিতাভ বচ্চন পৈতৃক সূত্রে পাওয়া বাংলোটি, নিজের মেয়ে শ্বেতা বচ্চনকে লিখে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তির জেরেই কি ঐশ্বর্য রাই বাড়ি ছেড়েছেন। কারণ এই বছর দীপাবলীর অনুষ্ঠানে বচ্চন পরিবারে হাজির ছিলেন না বৌমা ঐশ্বর্য। কেন হাজির ছিলেন না তা নিয়ে জল্পনা যখন তীব্র হচ্ছে ঠিক তখনই সামনে এলো এই সম্পত্তির ভাগ বাঁটোয়ারার কাহিনী।
এমনিতেই বাজারে গুজব ছিল শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে অমিতাভ বচ্চনের পারিবারিক সম্পত্তি প্রতীক্ষা বাংলোটি মেয়েকে উপহার হিসাবে দেওয়ার ফলেই কি সংসারে অশান্তি তীব্র হয়েছে। কারণ ঐশ্বর্য রায়ের জন্মদিনেও শুভেচ্ছা জানাননি কেউ শুধুমাত্র স্বামী অভিষেক বচ্চন ছাড়া। বচ্চন পরিবারের এই কাহিনী এখন সংবাদপত্রের পাতায় পাতায় ঘুরছে।
অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন তাঁকে এই বাংলোটি উপহার দেন। বলা যেতে পারে অভিনেতার প্রথম সম্পত্তি এটি। এই বাড়িতেই অমিতাভ থাকতেন তাঁর বাবা-মায়ের সঙ্গে। প্রতীক্ষায় দু’টি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কোয়্যার ফুট। অন্যটি ৬৭৪ স্কোয়্যার ফুট। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলেই খবর। গিফ্ট ডিডের নথির ছবিও প্রকাশ্যে এসেছে। সঙ্গে জানা গিয়েছে, এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। অমিতাভ এবং জয়া যৌথ ভাবে তাঁদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন। তবে এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি।
এখন প্রশ্ন দেখা দিয়েছে উত্তরাধিকার সূত্রেই পাওয়া এই প্রতীক্ষা বাংলাটি অভিষেককে না দিয়ে কেন মেয়েকে দিলেন বচ্চন দম্পতি? যদিও প্রকাশ্যে এ বিষয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোন মন্তব্য করা না হলেও এটাই স্পষ্ট হয়েছে সম্পত্তির এই ভাগ বাটোয়ারার জন্যই হয়তো পরিবারে অশান্তি দেখা দিয়েছে! আর এই কারণেই ঐশ্বর্য দীপাবলীর অনুষ্ঠানে বচ্চন পরিবারে সঙ্গে সামিল হননি! মেয়েকে নিয়ে ঐশ্বর্য বাপের বাড়িতে চলে গিয়েছেন! সমস্যা কি মিটবে? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন!