রোজভ্যালি কাণ্ডে ইডি সোমবার পুনরায় সাংসদ তাপস পালকে জিজ্ঞাসবাদ করল
নিজস্ব প্রতিনিধি : রোজভ্যালি কাণ্ডে এনফোর্স ডিপার্টমেন্ট ইডি সোমবার পুনরায় সাংসদ তাপস পালকে জিজ্ঞাসবাদ করে। আজ সকালে সস্ত্রীক সিজিও কমপ্লেক্সে হাজির হন তাপস পাল।তার পর থেকে জিজ্ঞাসবাদ চলছে। গত অগস্টে রোজভ্যালি কাণ্ডে নতুন করে একটি মামলা দায়ের করে ইডি।
রোজভ্যালি হোটেল, রোজভ্যালি এন্টারটেইনমেন্ট, রোজভ্যালি রিয়েল এস্টেট- এই ৩টি সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলাতেই এবার তাপস পালকে তলব বলে জানা গিয়েছে।