জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করল এসএসকেএম
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের বনমন্ত্রী ও কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই বলে জানা গেছে। শরীরের বাঁদিকে অসার অনুভব করছেন আর এর জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিক হাই সুগারের রোগী তাঁর হৃদরোগের সমস্যা রয়েছে। তিনি গতকাল প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন তাই তাকে এস এস কে এম এ ভর্তি করতে হয়। তাঁর চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠিত হয়েছে বলে জানা গেছে।
ভর্তির পর থেকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের কেবিনেই রয়েছেন জ্যোতিপ্রিয়। তাঁর চিকিৎসার জন্য স্নায়ু রোগ, এন্ডোক্রিনোলজি, মেডিসিন, নেফ্রোলজি, ইউরোলজি, কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার বিকেলে তাঁর মস্তিষ্ক ও শিরদাঁড়ার এমআরআই করা হয়েছে।
মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগারে আচমকাই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল সূত্রে খবর, রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে যায় মন্ত্রীর। চিকিৎসকের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নানা পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর মাঝরাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রথমবার আদালতে পেশ করার সময়েও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর ইডি হেফাজতে ছিলেন মন্ত্রী। আদালতে পেশের সময় একাধিকবার নিজেকে অসুস্থ বলে দাবি করেন। তাঁর বাম হাত ও পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে বলেও জানান। এমনকী মৃত্যুর আশঙ্কাও করেছিলেন মন্ত্রী। গত ১৬ নভেম্বর, আদালতে সশরীরে হাজিরাও দিতে পারেননি জ্যোতিপ্রিয়।