জেলা 

টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নিরাপত্তারক্ষীর চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাত এর অভিযোগে উত্তাল হয়ে উঠলো মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই অভিযোগে বুধবার দুপুরে হাসপাতালের সিকিউরিটি হেডকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। তার আগে অভিযুক্ত উদয়নারায়ণ গোস্বামীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযোগকারীরা।

অভিযোগকারীদের দাবি, ২০২১ সালে অর্থাৎ করোনাকালে মোট ১১৯ জনকে নিরাপত্তারক্ষী হিসেবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চাকরি দেওয়ার নামে অধিকাংশ যুবক-যুবতীর কাছ থেকে এক-দেড় লক্ষ টাকা নেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৬০ বছর পর্যন্ত অস্থায়ী চাকরি করতে পারবেন তাঁরা। কিন্তু বাস্তবটা একদম অন্য। কেউ কেউ মাত্র ৬-৮ মাস নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছেন। চাকরি চলে যাওয়ায় বছর দুয়েক ধরে সমস্যায় পড়েছেন তাঁরা। অভিযোগ, পুরো বিষয়টির সঙ্গে যুক্ত ওই সিকিউরিটি হেড।

Advertisement

বুধবার দুপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নিরাপত্তরক্ষীকে তাড়া করে পাকড়াও করেন অভিযোগকারীরা। এর পরই চলে টানা হ্যাঁচড়া। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই সিকিউরিটি হেডকে আটক করে বহরমপুর থানায় নিয়ে যায়। যদিও ওই সিকিউরিটি হেড নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ