জেলা 

জাতপাত দূরীভূত হোক,বন্ধন থাকুক অটুট, স্থাপিত হোক মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির বার্তা : একেএম ফারহাদ

শেয়ার করুন

বসিরহাটে রক্তদান কর্মসূচি, বস্ত্র বিতরণ ও বিজয়া সম্মিলনীর মনোমুগ্ধকর অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট  :  উঃ ২৪ পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ ব্লকের বীণাপানি কল্যান সমিতির পরিচালনায় একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়ে গেল। এখানে উপস্থিত ছিলেন উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ,হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী,জেলা পরিষদ সদস্য সৌরেন্দ্রনাথ পাল,তাপস ঘোষ,গৌতম সাহা,সাদিক মোস্তফা,পলাশ সরকার,মনিয়ারা সাহা সহ স্থানীয় বিশিষ্ট সমাজকর্মীগণ ও এলাকাবাসী।সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সৌমিক সাহা ও সালমান।

Advertisement

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য।বর্তমানে সরকারি রক্তভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত আছে । বেসরকারীভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে । তাছাড়া রোগজীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে । সেই কারণে পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সাথী তরুণ প্রজন্মের অন্যতম মুখ পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ বলেন সামাজিক সংগঠন গুলোকে বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলতে উদ্যোগ নিয়েছে তা দেশের মধ্যে নজিরবিহীন। বাংলার কোণায় কোণায় মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রিতীর বার্তায় মুখরিত সমাজ।

জাতপাত দূরীভূত হোক,বন্ধন থাকুক অটুট, স্থাপিত হোক মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রিতীর বার্তা রাখে একেএম ফারহাদ। পাশাপাশি তিনি বলেন মা মাটি মানুষের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি নূরুল ইসলাম সহ বলিষ্ঠ নেতৃত্বের নির্দেশে অত্যন্ত সুন্দরভাবে কাজ পরিচালিত হচ্ছে এখানে।

কংগ্রেস, বিজেপি, আইএসএফ এর মতো ভোটকাটুয়া দলগুলো সিজনের ফল। এদের পাশে বাংলার মানুষের কোন আশা ভরসা নেই।তাই মা মাটি মানুষের দলকে শক্তিশালী করতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস সাধুবাদ যোগ্য। অনুষ্ঠান আয়োজনে আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি আগামী দিনগুলোতে কোনরকম প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন কর্মাধ্যক্ষ ফারহাদ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ