আসন্ন বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনে ১৮ দেশকে আমন্ত্রন জানালেো রাজ্য সরকার
নিজস্ব প্রতিনিধি : শিল্পে বিদেশী বিনিয়োগের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে আগামী ফেব্রূয়ারী মাসে কলকাতায় প্রস্তাবিত বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনে অংশ নেওয়ার জন্যে রাজ্য সরকারের তরফে আঠারোটি দেশকে আমন্ত্রন জানান হয়েছে। আর্জেন্টিনা, পেরু, ব্রাজিল, ভেনেজুয়েলা, উরুগুয়ে, জার্মানি, ইতালি, কোরিয়া সহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের কাছে ইতিমধ্যেই এই আমন্ত্রন পত্র পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
এছাড়াও দেশের বিভিন্ন শিল্পপতি ও বনিকসভা সংগঠনকেও সরকারের তরফে আমন্ত্রন জানান হয়েছে। উল্লেখ্য আগামী সাতই ফেব্রুয়ারী থেকে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দু’দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।