মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য সম্মেলন, দেশের প্রথম সারির শিল্পপতিরা আসছেন! লগ্নি আসবে তো?প্রশ্ন জনতার
বাংলার জনরব ডেস্ক : বিশ্ব বাণিজ্য সম্মেলন আগামী মঙ্গলবার একুশে নভেম্বর থেকে শুরু হতে চলেছে পশ্চিমবাংলায় চলবে বুধবার পর্যন্ত অর্থাৎ 22 শে নভেম্বর পর্যন্ত। এই দুই দিন ধরে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সম্মেলন কার্যত আরেকটা হাস্যকর সম্মেলনের যে পরিণত হবে তা নিয়ে কোন সন্দেহ থাকার অবকাশ নেই। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিশ্ব বাণিজ্য সম্মেলনে দেশের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পপতি উপস্থিত থাকবেন একইসঙ্গে বিদেশেরও বেশ কয়েকজন শিল্পপতি উপস্থিত থাকবেন। কিন্তু তা সত্য প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন আসলে আই ওয়াশ ছাড়া আর কিছু নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা এর আগে জ্যোতিবাবু এরকম অনেকগুলো বিশ্ব বাণিজ্য সম্মেলন করেও এই রাজ্যে বাণিজ্যে বসতি করতে পারেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছরই ঘটা করে এই ধরনের বিশ্ব বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত করে আসছেন। কিন্তু বাস্তব সত্য হলো এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর সাংবাদিকদের কাছে বলা হয় এত কোটি কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে তারপরে কোন শিল্প আসেনি। আসলে বাংলার ভবিতব্য এটাই টাটারা চলে যাওয়ার পর কার্যত আর যে কোন বড় শিল্পপতি এ রাজ্যে আসবেনা এই সত্যটা স্বীকার করতে চাইছেন না কোন রাজনীতিবিদ।
যাইহোক আমরা জনগণ যাই ভাবি না কেন রাজ্যের শাসকগোষ্ঠী তারা এই ধরনের বিশ্ব বাণিজ্যের সম্মেলন করবেন জনগণের টাকায় উৎসব হবে উৎসব হবে কিন্তু শিল্পপতিরা আসবেন না তারপরেও এগুলো হবে। যেমন আগামী একুশে নভেম্বর থেকে এই রাজ্যে বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনে এবার হাজির থাকবেন যারা ;রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ অম্বানী সম্মেলনে থাকার ব্যাপারে ইতিমধ্যেই পাকা কথা দিয়েছেন। একই সঙ্গে শিল্প সম্মেলনে থাকছেন হীরানন্দানি গ্রুপের বর্ষীয়ান কর্ণধার নিরঞ্জন হীরানন্দানি। পাশাপাশি আইটিসি গ্রুপের সঞ্জীব পুরী, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের সজ্জন জিন্দল-সহ দেশের প্রথম সারির একঝাঁক শিল্পপতিও হাজির থাকবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।
উল্লেখ্য, এঁদের অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে। সূত্রের খবর, সম্মেলনের অতিথিদের গঙ্গাবিহার এবং আলিপুর জেল মিউজ়িয়াম ঘুরিয়ে দেখানোর প্রাথমিক পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের একটি মহলের। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।
তবে বৃথা আশা মরিতে মরিতেও মরে না তাই আমরা আশা করতেই পারি অন্তত ২০২৩ এর বিশ্ব বাণিজ্য সম্মেলন এর মধ্য দিয়ে এই রাজ্যে নতুন করে বাণিজ্য শুরু হবে এবং শিল্প আসবে।