আন্তর্জাতিক 

উত্তর গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর দক্ষিণ গাজার আবাসিক অঞ্চলে বোমা বর্ষণ করলো ইসরাইল মৃত ৩২

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উত্তর গাজায় হামাসের ঘাঁটি রয়েছে এই সন্দেহে অসামরিক নাগরিকদের উপর বোমাবর্ষণ করে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার ইসরাইলের অজুহাত হচ্ছে হামাস নাকি দক্ষিণ গাজায় পৌঁছে গেছে। তাই এবার দক্ষিণ গাজায় বোমা ফেলা শুরু করল ইসরাইলি সেনারা। এবারও ইসরাইলের নির্বিচারে বোমাবর্ষণের ফলে কমপক্ষে ৩২ জন অসামরিক নাগরিক খুন হয়েছে। দুঃখের হলেও সত্য একজন হামাসকেও খুন করতে পারেনি ইসরাইল। এ খবর জানিয়েছেন দক্ষিণ গাজার এক স্বাস্থ্য আধিকারিক। যার মধ্যে রয়েছে শিশুরাও। আহত বহু। ফলে আরব-ইহুদি সংঘাত এবার আরও ভয়ানক রূপ নিচ্ছে।

রয়টার্স সূত্রে খবর, শনিবার দক্ষিণ গাজার (South Gaza) বৃহত্তম শহর খান ইউনিসের বসতি এলাকায় বোমা বর্ষণ করে ইসরাইলের বিমানবাহিনী। এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবারই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক সহযোগী মার্ক রেগেভ সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, “আমরা বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলেছি। আমরা জানি এটা সকলের জন্য সম্ভব নয়। কিন্তু আমরা সাধারণ মানুষদের এই সংঘর্ষের মধ্যে পড়ে থাকতে দেখতে চাই না।”

Advertisement

গত বুধবার ইসরাইলের পক্ষ থেকে দক্ষিণ গাজার সবচেয়ে বড় শহর খান ইউনিসের পূর্ব দিকে বনি শুহাইলা, খুজা, আবাসান এবং আল কারা অঞ্চলে লিফলেট ফেলা হয়। সেখানকার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। লিফলেটে বলা হয়েছিল, “জঙ্গি সংগঠনগুলোর ব্যবহার করা সব বাড়িগুলোকে নিশানা করা হবে। আইডিএফ আপনাদের ক্ষতির হাত থেকে রক্ষা করবে। আপনরা শীঘ্রই এলাকা খালি করে নিরাপদ আশ্রয়ে চলে যান।”

উল্লেখ্য, দক্ষিণ গাজার খান ইউনুস শহর এবং আশপাশের এলাকায় রয়েছে একাধিক বড় শরণার্থী শিবির। উত্তর গাজাতে ইসরাইলের বোমাবর্ষণের ফলে কম করে ১১ হাজারের বেশি মানুষ মারা গেছে। এবার দক্ষিণ গাজায় যে অমানবিকভাবে সমস্ত নীতি-নৈতিকতাকে বিসর্জন দিয়ে বোমা বর্ষণ শুরু করেছে ইসরাইল তাতে যে মৃতের সংখ্যা আরো বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ