ইসরাইল হামাস যুদ্ধ বন্ধে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
বাংলার জনরব ডেক্স : ইসরাইলের একতরফা আঘাত হানার প্রায় দেড় মাস পর সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে বলে এবার তীব্র ভাষায় নিন্দা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবিলম্বে হিংসা থামিয়ে শান্তির বাতাবরণ তৈরি করার জন্য আহ্বান জানান মোদীজি।হিংসা থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। রক্তক্ষয়ী সংঘর্ষের সময়ে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে, সেই বার্তাও দেন তিনি। প্রসঙ্গত, ইসরাইলের উপর হামাসের হামলার তীব্র প্রতিবাদ করেছিলেন মোদি। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে ত্রাণও পাঠানো হয়েছিল ভারতের তরফে।
আজ শুক্রবার গ্লোবাল সাউথ সামিটে বক্তৃতা দেওয়ার সময়ে ইসরাইল-হামাস দ্বন্দ্ব প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত ৭ অক্টোবর ইসরাইলের উপর হামাসের হামলার কড়া নিন্দা করেছি। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তাও দেওয়া হয়েছে। তবে হামাস ও ইসরাইলের দ্বন্দ্বে যেভাবে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে, তাকে ধিক্কার জানাই।”
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তার পরেই বিশাল পরিমাণ ত্রাণ পাঠানো হয় ফিলিস্তিনে। সেই প্রসঙ্গও উঠে আসে মোদির বক্তৃতায়। প্রধানমন্ত্রীর মতে, গোটা বিশ্বে সংঘাতের আবহে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে।