বিজেপি বিরুদ্ধে বললে, মোদির বিরুদ্ধে বললে,আরএসএস -এর বিরুদ্ধে বললেই কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে ? এটা আমারও দেশ। আমাকে কেউ তাড়াতে পারবে না।” : আসাদউদ্দিন ওয়াইসি
বাংলার জনরব ডেস্ক : বিজেপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারে তেলেঙ্গানায় এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশের জনপ্রিয় মুসলিম নেতা সাংসদ এবং এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন। যোগী ভোট প্রচারে বলেছিলেন , তেলেঙ্গানায় যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে ওয়াইসিকে দেশ থেকে তাড়িয়ে দেব । যোগীর এই হুশিঁয়ারির পাল্টা তোপ দেগেছেন আসাদউদ্দিন ওয়াইসি ।
হায়দরাবাদের মালাকপেটে ভোটপ্রচারে এসে যোগী আদিত্যনাথকে জবাব দিয়ে তিনি বলেন , “হঠাৎ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে এলেন। এসেই বললেন, তেলাঙ্গানায় বিজেপি সরকার গড়লে আমাকে তাড়িয়ে দেবে। যেভাবে ওরা নিজ়ামকে তাড়িয়েছিল। আমি প্রশ্ন করতে চাই, তাড়িয়ে দেওয়ার কথা কবে থেকে বলা শুরু করলেন। তারিখ তো আপনি জানেন না। ইতিহাসে শূন্য। যদি পড়তে না পারেন তাহলে যারা পড়াশোনা জানে তাঁদের থেকে জিজ্ঞাসা করুন। পড়াশোনা করলে জানতে পারতেন নিজ়ামরা হায়দরাবাদ ছেড়ে পালিয়ে যাননি। ওঁদের রাজপ্রমুখ বানানো হয়েছিল। চিনের সঙ্গে যুদ্ধের সময় নিজ়ামরাই সোনা-দানা বিক্রি করে দেশকে সাহায্য করেছিলেন।”
যোগীর রাজ্যে সাধারন মানুষের করুন কাহিনী তুলে ধরে ওয়েইসি বলেন, “ওঁর বিধানসভা কেন্দ্রেই প্রতি বছর ১৫০ বাচ্চা এনসেফ্যালাইটিসে মারা যায়। আপনার গোরখপুরের হাসপাতালে অক্সিজেন নেই। সেইসব চিন্তা না করে এখানে আসছেন। এখানে এসে বিদ্বেষমূলক কথা বলছেন।”
একই সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “এই দেশ আপনার, আমার নয় ? বিজেপি বিরুদ্ধে বললে, মোদির বিরুদ্ধে বললে,আরএসএস -এর বিরুদ্ধে বললেই কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে ? এটা আমারও দেশ। আমাকে কেউ তাড়াতে পারবে না।”