দাউ দাউ করে জ্বলছে নয়াদিল্লী – দ্বারভাঙা এক্সপ্রেস ট্রেন! মোদি সরকারের আমলে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বাংলার জনরব ডেস্ক : ভয়াবহ রেল দুর্ঘটনা দিল্লি দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেস এর কামরায় আগুন। দাউ দাউ করে জ্বলছে এই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি।বুধবার উত্তরপ্রদেশের এটাওয়াতে সরাই ভূপত স্টেশনের কাছে এই ঘটনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। কী ভাবে আগুন লেগেছে, এখনও জানা যায়নি। হতাহতের খবর মেলেনি।
Darbhanga, Bihar: Fire breaks out in a coach of Darbhanga-New Delhi Bihar Sampark Kranti Superfast Express. Fire-fighting operations underway. No casualties reported. More details awaited pic.twitter.com/MZFdDhAl4n
— ANI (@ANI) September 4, 2019
নয়াদিল্লি থেকে বিহারের দ্বারভাঙা যাচ্ছিল ট্রেনটি। পথে উত্তরপ্রদেশের এটাওয়াতে একটি কামরায় আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়ায় তিনটি কামরায়। আতঙ্কে পড়েছে যাত্রীরা।
বিগত কয়েক মাস ধরে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে। যেভাবে দ্বারভাঙা নয়া দিল্লি এক্সপ্রেস এ আগুন ধরে গেল তাতে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।