ফিলিস্তিনিদের জন্য দোয়া প্রতিরোধে দিল্লি পুলিশের ভূমিকা সংবিধান বিরোধী : এসডিপিআই
বিশেষ প্রতিনিধি : সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সাধারণ সম্পাদক ইলিয়াস মুহাম্মদ থুম্বে ফিলিস্তিনিদের অধিকারের জন্য মসজিদে দোয়া করতে নিষেধাজ্ঞা দিয়ে যে ভাবে হুঁশিয়ারি দিয়েছে দিল্লী পুলিশ তার তীব্র নিন্দা জানিয়েছেন। সতর্কতা অবলম্বন না করলে ইমামদের উপরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যে ভাবে দিয়েছে দিল্লী পুলিশ তা অগণতান্ত্রিক, অসংবিধানিক ও ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে বলে তিনি মন্তব্য করেন।
স্বাধীনভাবে মসজিদে নিজের পছন্দমত প্রার্থনা মুসলিম সম্প্রদায়ের অধিকার। এবং সরকার বা তার আইন প্রণয়নকারী বিভাগ কোনো সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠানের শর্তাবলী নির্ধারণ করার অধিকার রাখে না, যতক্ষণ না এটি দেশের বিরুদ্ধে যাবে। মাত্র দুদিন আগে ভারত সরকার ইহুদিবাদীদের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবে ভোট দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে দ্বন্দ্ব সংঘাত – ও অস্থিরতার মূল কারণ। সেই দেশ নিজের নাগরিকদের উপর ফিলিস্তিনিদের অধিকার ও নিরাপত্তার জন্য প্রার্থনার উপর নিষেধাজ্ঞা কিভাবে জারি করতে পারে প্রশ্ন করেন মুহাম্মদ ইলিয়াস!
মনে হচ্ছে সরকার যেনো একই সাথে দুটি নৌকার পাল তুলছে একদিকে ফিলিস্তিনে নির্যাতিতদের সমর্থন করা এবং একই সাথে যারা ফিলিস্তিনিদের সমর্থন করে প্রার্থনা করছে তাদের নিপীড়ন করা। তিনি দুঃখ প্রকাশ করে বলেন এটা দেশের জন্য খুবই লজ্জাজনক সরকার ইহুদিবাদী ইসরাইলের দাসত্ব করছে যে নির্দয়ভাবে শরণার্থী শিবির ও হাসপাতালে বোমাবর্ষণ করছে এবং নির্দোষ নিরীহ শিশু, মহিলা, বৃদ্ধ ও বেসামরিক মানুষকে হত্যা করছে।