পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে শিশু দিবস পালন
বিশেষ প্রতিনিধি : এক ঝাঁক শিশুদের নিয়ে সাড়ম্বরে পালিত হলো শিশু দিবস। শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, কবিতা ,আবৃত্তি ,শীতবস্ত্র প্রদান এবং গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন কবি অরণ্যক বসু, বর্ষীয়ান কবি বরুণ চক্রবর্তী,ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ ,ডক্টর রনজিত দাস, সেলিম দুরানি বিশ্বাস, সুপর্ণা কর্মকার, নাজনীন সুলতানা, আকাশ পাইন শিব শঙ্কর বক্সী, শিশু সাহিত্যিক কবি আব্দুল করিম প্রমুখ ।
প্রায় একশ কুড়ি জন কবি সাহিত্যিকের উপস্থিতিতে সভাঘর ভরে ওঠে । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন । বাংলাদেশের অতিথি উপস্থিত ছিলেন কবি খাইরুল ।
বক্তব্য ও কবিতা পাঠ করেন সংস্থার কর্ণধার চন্দ্রনাথ বসু, শেখ মনির উদ্দিন ,তমা কর্মকার, শুভ্রা ঘোষ শিশু শিল্পী আগমনী ধুন প্রমূখ।
বিশেষ অতিথিদের মধ্যে বিভিন্ন গাছ বিতরণ করা হয় । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমতি মধুমিতা ভূত।