প্রাক্তন সাংসদ মান্নান হোসেনের প্রয়ান দিবসে রুহের মাগফিরাত কামনা উপলক্ষে শীত বস্ত্র উপহার
বিশেষ প্রতিনিধি : আজ ১৪ই নভেম্বর মঙ্গলবার, মুর্শিদাবাদ জেলার খাগড়াঘাট স্টেশন রোডের জাগৃতি সংঘ ক্লাব ময়দানে,খাগড়াঘাট মান্নান হোসেন সেবা সমিতির ব্যাবস্হাপনায়, এবং জেলা পরিষদের সদস্য রাজীব হোসেনের উদ্যোগে গরীব, দুঃস্হদের বস্ত্র উপহার অনুষ্ঠান হয়।
উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান, পশ্চিমবঙ্গের বিধানসভায় অধিবেশন চলাকালীন প্রতিদিন,প্রশ্ন ও উল্লেখ পর্বে উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন এবং নব নির্বাচিত বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক অপূর্ব সরকার,নব নির্বাচিত বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক রবিউল আলম চৌধুরী, বিধায়ক রাজ্জাক, বিধায়ক আশিষ মার্জিত , প্রবীন তৃনমূল কংগ্রেসের নেতা অশোক দাস,ছাত্র নেতা ভীস্মদেব কর্মকার প্রমুখ।
উল্লেখ থাকে নব নির্বাচিত বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারকে এবং নব নির্বাচিত বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান বিধায়ক রবিউল আলম চৌধুরীকে ফুল দিয়ে অভিনন্দন জানান। বিধায়ক ইদ্রিস আলীর সঙ্গে ছিলেন, জেলা পরিষদের সদস্য আবু সাইম রিপন, জেলা পরিষদের সদস্য কামরুল হাসান মিল্টন, পন্চায়েত সমিতির কর্মধাক্ষ গোলাপ সেখ, প্রাক্তন পন্চায়েত সমিতির সদস্য আসরাফ বাসার বাপি, তৃনমূল কংগ্রেসের নেতা আব্দুস সামাদ।