জেলা 

আল আমিন মিল্লি মিশনে ভর্তি পরীক্ষা

শেয়ার করুন

গত ১২/১১/২০২৩ তারিখে আল আমিন মিল্লি মিশনের ক্যাম্পাসে ম্যানেজমেন্ট এর কোটায় পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় প্রায় ২০০ জনের মত ছাত্ররা পরীক্ষা দেয় ! এদিন পরীক্ষা শুরু হয় বেলা ১১ টা থেকে। এই উপলক্ষে মিশন ক্যাম্পাসে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।

এছাড়া মিশনের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আরাফাত আলী মিদ্দা সহ শিক্ষক আবুল কালাম আজাদ প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল ওহাব মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার মাদ্রাসার মাওলানা আলিনুর প্রমুখ।

Advertisement

মিশনে আগত অতিথিরা মিশনের পরিকাঠামো মসজিদ এবং নতুন নির্মীয়মাণ বিল্ডিং দেখে সেইসঙ্গে ওয়াটার পিউরিফাই মেশিন, কিচেন ডাইনিং রুম পরিদর্শন করার পর  মিশনের প্রশংসা করেন এবং আগামী দিনে এই মিশনের আরেকটি গার্লস বিভাগ খোলার প্রস্তুতি চলছে! মিশনের সম্পাদক, চেয়ারম্যান সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট আবেদন করেন যেন আগামী দিনে এই মিশন বাংলার মুখ উজ্জ্বল করতে পারে


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ