বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পর এবার কি কেন্দ্রীয় এজেন্সির নিশানায় হরকালি? শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে জল্পনা
বিশেষ প্রতিনিধি : যতদিন বিজেপিতে ছিলেন ততদিন কেন্দ্রীয় এজেন্সি দেখতে পাননি বিধায়ক তন্ময় ঘোষের সম্পত্তি। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ৫৩ ঘণ্টা ধরে এই বিধায়কের বাড়ি এবং চালকলে তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি। এরই মাঝে বৃহস্পতিবার বাঁকুড়া সফরে গিয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহারকে হুমকি দিলেন। কোতুলপুরের এই বিধায়ক বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন, বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক যদিও বিধানসভায় তিনি বিজেপি বিধায়ক হিসাবে বসে থাকেন।
বৃহস্পতিবার বিষ্ণুপুরের দলের বিজয়া সম্মিলনীতে গিয়ে শুভেন্দুর হরকালীর উদ্দেশে বলেন, ‘‘হরকালীবাবু আপনি বাঁকুড়ায় দেড় কোটি টাকার বাড়ি করেছেন সবই আমার জানা আছে। হরিবোল বলিয়ে ছেড়ে দেব।’’
যদিও শুভেন্দুর এই হুমকিকে পাত্তা দিতে নারাজ হরকালি প্রতিহার। তিনি বলেছেন সব রকম তদন্তের জন্য প্রস্তুত। আমি শিক্ষকতার চাকরি করি আমার স্ত্রী হাসপাতালের নার্স সুতরাং আমাদের আয় জলের মতো স্বচ্ছ। এদিকে তৃণমূল নেতৃত্ব মনে করছেন শুভেন্দু অধিকারী এই ধরনের কথাবার্তা বলে ভঙ্গুর হয়ে যাওয়া বিজেপি নেতৃত্ব কে চাঙ্গা করার চেষ্টা করছেন। কারণ শুভেন্দু অধিকারী নেতৃত্বে দলের বিধায়করা আস্থা রাখতে পারছেন না ।একের পর এক বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।