কলকাতা 

দিদির অনুরোধে ভাইজানের সাড়া!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার উপস্থিত থাকছেন বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে ভাইজান কলকাতায় আসবেন ডিসেম্বরে প্রথম সপ্তাহে।

গত মে মাসে ‘দাবাং’ ট্যুরের সময়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করেন সলমন খান (Salman Khan)। তার পরেই আগস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়েই ঘোষণা করেন যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন সলমন।

Advertisement

একেই ‘টাইগার ৩’ রিলিজের আগে উত্তেজনায় ফুটছেন ভাইজান ভক্তরা। বাংলার সলমন অনুরাগীরাও মুখিয়ে রয়েছেন প্রিয় অভিনেতাকে বড় পর্দায় ফের ঝাঁজালো অ্যাকশন অবতারে দেখার জন্য। দিওয়ালির মরশুমে অগ্রীম বুকিংয়েও ইতিমধ্যে ট্রেন্ড সেট করেছে ‘টাইগার ৩’। এবার সেই আবহেই মিলল বড় খবর! সরকারি সূত্র মারফৎ খবর, ‘দিদি’র ডাকে সাড়া দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন ভাইজান সলমন। সেই প্রেক্ষিতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে শাহরুখ খান কি উপস্থিত থাকছেন?

প্রসঙ্গত, আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখন থেকেই উত্তেজনায় ফুটছেন সিনেপ্রেমীরা। শীতের শহরে তাঁদের জন্য প্রতিবার নন্দন হয়েছে সিনে তীর্থক্ষেত্র।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ