কলকাতা 

ইউপিআই অ্যাপের মাধ্যমে লক্ষাধিক টাকা জালিয়াতি, তদন্তে সাইবার সেল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অনলাইন অ্যাপ থেকে প্রতারণার শিকার হলেন নিউ টাউনের এক বাসিন্দা। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা কেটে নিয়েছে বলে অভিযোগ। তিনি নিউ টাউন সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। তুমি তার অভিযোগে বলেছেন অনলাইন লেনদেন তো দূরের কথা ফোনই ছোঁননি তরুণী। তার পরেও কী ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হল? ভাবতে ভাবতেই পরের মেসেজ। এ বার তাতে লেখা— পাঁচ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। মাত্র এক মিনিটের ব্যবধানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও এক লক্ষ টাকা!

ইউপিআই প্রতারণার শিকার হয়ে সাইবার সেলের দ্বারস্থ হলেন সায়নী সরকার ঘোষ নামে এই তরুণী। তিনি নিউ টাউনের বাসিন্দা। সায়নী জানান, হরিদেবপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। তরুণীর অভিযোগ, গত ৮ নভেম্বর দুপুর ২টো নাগাদ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’টি কিস্তিতে এক লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁর ফোনে প্রথম মেসেজটি আসে দুপুর ২টো ১ মিনিটে। প্রথম বারে তোলা হয় ৯৫ হাজার টাকা। ঠিক এক মিনিট পর আরও একটি মেসেজ আসে। দ্বিতীয় কিস্তিতে পাঁচ হাজার টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। সায়নী বলেন, ‘‘ওই সময় আমি অনলাইনে কিছুই কিনছিলাম না। ফলত, অনলাইন লেনদেনের কোনও প্রশ্নই নেই। আমার ফোনে কোনও ওটিপি-ও আসেনি। তার পরেও কী ভাবে প্রতারণার শিকার হলাম, বুঝতে পারছি না।’’

Advertisement

তরুণীর দাবি, পুলিশের কাছে সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে তাঁকে। তাঁর কথায়, ‘‘যে হেতু ব্যাঙ্কটি হরিদেবপুরে, তাই প্রথমে সেখানেই গিয়েছিলাম। কিন্তু সেখান থেকে আমাকে নিউ টাউন থানায় যেতে বলা হয়। আবার সেখান থেকেও আমাকে হরিদেবপুর থানায় পাঠানোর চেষ্টা হয়েছিল।’’ যদিও সায়নী জানান, শেষমেশ তাঁর অভিযোগ বিধাননগর সাইবার সেলে গৃহীত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে তাঁকে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ