জেলা 

সম্প্রীতির শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় : একেএম ফারহাদ

শেয়ার করুন

*সম্প্রীতি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় : একেএম ফারহাদ*

*দার্জিলিংয়ে একদিনের শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভায়, রাজ্য সভাপতি ফারহাদ*

বিশেষ প্রতিবেদন, দার্জিলিং : সুদুর প্রাচীন কাল থেকে শিক্ষার সার্বিক মান্নোনয়নে মাদ্রাসা শিক্ষা অন্যতম ভূমিকা পালন করছে। ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা পুরো বিশ্বের বিভিন্ন দেশে প্রচারের জন্য অনেক মহাপুরুষদের সুচিন্তিত মতামত গ্রহণ করেছে। ভারতের মতো বৈচিত্র্য পূর্ণ দেশে যখন কিছু বিভেদকামী শক্তি মানুষের মধ্যে জাত পাতের রাজনীতি করতে চাইছে, তাকে পরাস্ত করতে তৃণমূল কংগ্রেস দলের শাখা সংগঠন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রাম করে চলেছে পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর সর্বাগ্রে আছেন রাজ্য সভাপতি একেএম ফারহাদ সহ অন্যান্য শিক্ষকরা।

বলাবাহুল্য মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা গ্রহণ করে চলেছে তৃণমূল কংগ্রেস অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA)। ২০১১ সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিটি পদক্ষেপ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি,শিক্ষার্থীর সার্বিক কল্যাণ,শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষক সমাজের প্রয়োজনীয় বিষয় নিয়ে সর্বাগ্রে অনন্য কর্মসূচি রূপায়িত হয়েছে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর প্রচেষ্টায়।

Advertisement

মঙ্গলবার,পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে দার্জিলিং জেলার হেলাল হাই মাদ্রাসার সন্নিকটে শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই করা নেতা একেএম ফারহাদ বলেন,মাদ্রাসার পরীক্ষা ব্যবস্থায় মাদ্রাসার শিক্ষা পর্ষদের নির্দেশিকা মত এই সংগঠন শ্রেণী ভিত্তিক প্রশ্নপত্র করবে। তিনি বলেন, বিগত দিনের মতো আগামী দিনগুলিতেও সরকারের প্রত্যেকটা উন্নয়নমুখী কর্মসূচিকে সামনে রেখে মাদ্রাসার শিক্ষকরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। একই সঙ্গে পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষকদের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা চালু হয়েছে তা অনন্য বলে তিনি দাবি করেন।

বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় শিক্ষার আধুনিকীকরণে স্মার্ট ক্লাস, উন্নত প্রযুক্তির কম্পিউটার সায়েন্স ল্যাবরেটরি, লাইব্রেরি প্রভৃতিতে সরকারের যে অবদান শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য তা বিগত দিনে কোন সরকার করেনি। সংখ্যালঘু খাতে অর্থের বরাদ্দ যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় তা দেশের কোনও রাজ্যে নেই বলে তিনি মনে করেন।মাদ্রাসা শিক্ষার উন্নয়নের সাথে সাথে সংখ্যালঘুদের যে কোন বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়,দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মতো নেতৃত্বদের নির্দেশ এবং সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন,দফতরের প্রধান সচিব গোলাম আলী আনসারি, বিশেষ সচিব সাকিল আহমেদ,সহ মাদ্রাসা শিক্ষা অধিকর্তা ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মধ্যে দিয়ে শিক্ষার আধুনিকীকরণ আরো কিভাবে সম্ভব এই সংগঠন সেই কর্মসূচি নিয়ে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ পুরো রাজ্য শিক্ষক শিক্ষিকারা যেভাবে কর্মসূচি পালন করেছে তাকে সাধুবাদ জানান রাজ্য সভাপতি।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামসিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহঃ সেলিম, হেলাল হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহঃ শেখ ফরিদ, শিক্ষিকা নুপুর সাহা,বিকাশ সাহা, শিক্ষক প্রদ্যোত দাস চৌধুরী,মহঃ এত্তেখারুদ্দিন,সৈকত ভৌমিক,অনন্ত সাহা,আমানুর গনি ,মতিয়ার রহমান(মতি) প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ