আন্তর্জাতিক 

গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইল থেকে বিশ্বের নটি দেশ রাষ্ট্রদূত প্রত্যাহার করল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তুরস্ক জর্ডন সহ নটি দেশ তাদের কূটনৈতিক দের প্রত্যাহার করে নিল তেল আবিব থেকে। সংবাদ সংস্থা আল জাজিরা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী দেশগুলো হলো- বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলাম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এর মধ্যে ইসরাইলের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া।

Advertisement

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরাইলের হামলা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। তিনি বলেছেন, প্রতি ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে মানবিক অস্ত্রবিরতির প্রয়োজনীয়তা আরও বেশি বাড়ছে।

এর আগে এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো জানায়, গাজা এবং ইসরাইলে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড ভয়াবহ। গাজায় ইসরাইলি বাহিনীর হামলা জোরদার হয়েছে। যদিও ইসরাইল দাবি করছে, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু কমানোর চেষ্টা করছে তারা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ