জেলা 

ভগবানগোলা ২ ব্লকের নয়া বি ডি ও অনির্বাণ সাউকে সংবর্ধনা দিলেন বিধায়ক ইদ্রিস আলী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: ভগবানগোলা বিধানসভার দুই নম্বর ব্লকের নতুন বিডিও শ্রী অনির্বাণ সাউকে আজ ৬ই নভেম্বর সোমবার,বি ডি ও অফিসের পঞ্চায়েত সমিতি হলে বিপুল উৎসাহে সংবর্ধনা জানালেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। সঙ্গে ছিলেন, প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার, ভগবানগোলা দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও শ্রী বাসব চট্রোপ্যাধায়,প্রবীন তৃনমূল কংগ্রেসের নেতা শিক্ষক আবু বকর, জেলা পরিষদের সদস্য কামরুল হাসান মিল্টন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিজানুর রহমান ডাবলু, জেলা কমিটির সম্পাদক গোলাম সাদিয়ার দুলাল,এক নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ সেখ, তৃনমূল কংগ্রেসের নেতা বাহাদুর রহমান সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, প্রধান,গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃন্দ।

উল্লেখ থাকে এর আগে যখন বিডিও মহ ওয়ারশীদ খানের বদলি হয়ে যায় অন্য জায়গায় তখনচোখের জলে বিদায় জানিয়েছিলেন এখানকার জনগন প্রতিনিধিরা । তেমনি প্রচুর জনসাধারণের সমাগমে বিপুল উৎসাহ উদ্দীপনায় নতুন বি ডি ও অনির্বাণ সাউকে সম্বর্ধনা জানানো হয় আজ। আরো উল্লেখ থাকে প্রায় মহিলা সহ,দুই হাজারের বেশি জনগন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হল ভর্তি হয়ে বাইরে দাঁড়িয়ে ছিল অনেকে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ