মহুয়া মৈত্রের নিশানায় বিজেপি আদানি ও এথিক্স কমিটির চেয়ারম্যান ! রবিবারের দুটি বার্তায় দেশজুড়ে আলোড়ন!
বাংলার জনরব ডেস্ক : সাংসদ পদ থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তা সত্ত্বেও মহুয়া মৈত্রের বিজেপি বিরোধিতা অটুট রয়েছে। রবিবার দুপুরে তিনি ফের বিজেপির বিরুদ্ধে সড়ক হয়েছেন।নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পর পর দু’টি পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন তিনি। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের আক্রমণ থেকে বাদ যাননি লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকরও।
দুপুর ১টা ১৫ মিনিটে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে মহুয়া জানান যে, বিজেপি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে, এটা জেনে তিনি ‘শিহরিত’ হচ্ছেন। এর সঙ্গে তিনি জুড়ে নেন আদানি প্রসঙ্গও। শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কয়লা দুর্নীতির অভিযোগ তুলে মহুয়া দাবি করেন যে, এ ক্ষেত্রে ইডি এবং সিবিআইয়ের এফআইআর দায়ের করা প্রয়োজন।
রবিবার বিজেপিকে বিদ্রুপ করে মহুয়া লেখেন, “বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা ভাবছে, এটা জেনে আমি শিহরিত হচ্ছি। তাদের স্বাগত জানাচ্ছি।”
এক্স হ্যান্ডলের দ্বিতীয় বার্তায় মহুয়ার নিশানায় ছিলেন মূলত এথিক্স কমিটির চেয়ারম্যান। এথিক্স কমিটিতে ডেকে পাঠিয়ে তাঁকে কী জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার নথি আছে বলে দাবি করে মহুয়া লেখেন, “চেয়ারম্যানের সস্তা, অপ্রাসঙ্গিক প্রশ্ন, আমার প্রতিবাদ, সব কিছুর প্রতিলিপি আমার কাছে রয়েছে।” বিজেপি মহিলা সাংসদদের নামিয়ে এই বিষয়ে মিথ্যা বয়ান তৈরি করার চেষ্টা করছে বলেও প্রকারান্তরে অভিযোগ তুলেছেন মহুয়া।
মহুয়া মৈত্রের এই বিবৃতি দেশের রাজনীতিতে ফের আলোড়ন তুলেছে। কারণ তিনি যেভাবে বিজেপি এবং আদানিকে নিশানা করেছেন তা একমাত্র রাহুল গান্ধীর সঙ্গে তুলনা করা যেতে পারে। দেশের আর কোন রাজনীতিবিদ এভাবে আদানির তীব্র সমালোচনা করতে পারেন না। রাহুল গান্ধীর পর এই মুহূর্তে মহুয়া মৈত্রী একমাত্র রাজনীতিবিদ যিনি সরাসরি আদানিকে একজন দুর্নীতিগ্রস্ত শিল্পপতি বলে অভিহিত করলেন। নিজের সাংসদ পদের তোয়াক্কা না করে যেভাবে মহুয়া মৈত্র ব্যাটিং করছেন তাতে আর যাই হোক ভারতীয় রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা যে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে কোন সন্দেহ নেই।