জেলা 

বন্ধ হয়ে গেল হুগলি জুট মিল

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বছরের শেষ মাসের প্রথম দিনেই বন্ধ হয়ে গেল হুগলি জুটমিল। রবিবার সকালে কাজে এসে শ্রমিকরা কারখানার গেটে উৎপাদন বন্ধের নোটিশ দেখতে পান। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় পড়লেন দু’হাজার শ্রমিক কাজ হারাল।

শ্রমিকদের অভিযোগ, গতরাতেও স্বাভাবিকভাবেই কাজ হয়েছিল। কিন্ত আজ সকালে কারখানায় এসে তাঁরা দেখেন গেট বন্ধ। আর বন্ধ গেটে ঝুলছে নোটিশ। এই মিলের উৎপাদিত পাটজাত সামগ্রী দেশ-বিদেশে রপ্তানি হত। গার্ডেনরিচ ছাড়াও শহর ও শহরতলির শ্রমিকরা এই মিলে কাজ করতেন।

Advertisement

বিশেষ সূত্রে খবর, মালিকপক্ষ মাসে ৬৫ টন উৎপাদন চাইছেন। কিন্তু,  শ্রমিকরা প্রতি মাসে ৪৫ টনের বেশি পণ্য উৎপাদন করতে পারছেন না। এনিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক-মালিক পক্ষের মধ্যে চলে টানাপোড়েন। গত কয়েকদিন ধরে কারখানার অন্দরে শ্রমিক বিক্ষোভও হয়।

শ্রমিকদের অভিযোগ, পাটজাত সামগ্রী তৈরি করতে গেলে যে কাঁচামাল প্রয়োজন হয়, মালিকপক্ষ সেই সামগ্রী দিতে অস্বীকার করে। তাই প্রয়োজনীয় উৎপাদন হচ্ছিল না। যার জন্য চাহিদাও পূরণ হচ্ছিল না। আজ জুটমিল খোলার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা। শ্রমিকদের আরও অভিযোগ, কোনও সরকার তাঁদের সাহায্য করেনি। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই উদাসীন। জুটমিলের সামনে আজ কারখানা খোলার দাবিতে স্লোগান দেন কর্মীরা। তবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

 

 

 


শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 2 =